প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে বড় অন্তরায় হচ্ছে শিক্ষকের সংকট। তাই প্রাথমিকের সহকারী শিক্ষক পদে বড় নিয়োগ দেওয়ার প্রক্রিয়ায় রয়েছে অন্তর্বর্তী সরকার। শনিবার সকালে মাগুরা মিলনায়তনে এক বক্তব্যে এ কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক বিধান রঞ্জন রায় পোদ্দার। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, সারা দেশে বড় সংখ্যক সহকারী শিক্ষক নিয়োগ হবে। শিক্ষক নিয়োগের বিধিমালা প্রায় পাস হয়ে গেছে। বিধিমালা পাস হয়ে গেলেই পত্রিকার বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
এছাড়া মামলার জন্য প্রধান শিক্ষক পদে পদায়ন সমস্যা হচ্ছে বলে জানান উপদেষ্টা। তিনি জানান, আশা করা হচ্ছে, দ্রুত এ সমস্যার সমাধান করা হবে। তখন প্রধান শিক্ষক পদে পদায়ন হলে অনেক পদ খালি হবে।
প্রাথমিকের সহকারী শিক্ষকদের গ্রেড সংস্কার বিষয়ে উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘শিক্ষকেরা আমাদের কাছে একটি প্রস্তাব করেছেন। সেটি হচ্ছে, সহকারী শিক্ষক যখন নিয়োগ হবে, তখন তাঁরা ১২তম গ্রেডে নিয়োগ পাবেন। ৪ বছর সফলভাবে চাকরির পর তাঁদের পদোন্নতি হয়ে ১১তম গ্রেড পাবেন এবং প্রধান শিক্ষকেরা পাবেন ১০ম গ্রেড। আমাদের মন্ত্রণালয় থেকে এই প্রস্তাবকে যৌক্তিক মনে করছি। এখন আমাদের কাজ হচ্ছে, সরকারে পলিসি মেকারদের (নীতিনির্ধারকদের) কনভিন্স (বুঝিয়ে) করে বিষয়টি বাস্তবায়ন করা।’
মাগুরা জেলা শিক্ষা অফিসের আয়োজনে এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে সভায় যোগ দেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক মোহাম্মদ আতিকুর রহমান, খুলনা বিভাগীয় উপপরিচালক ড. শফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন। সভায় প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন অংশীজনেরা অংশ নেন।