আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে মাগুরা ১ ও মাগুরা ২ আসনে মোট ১৫ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে সোমবার বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ছিল। এরমধ্যে মাগুরা ১ আসনে ১০ জন এবং মাগুরা ২ আসনে ৫ জন প্রার্থী মনোনয়ন ফরম জমা দিয়েছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মাগুরা ১ আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আব্দুল মতিন, গণ অধিকার পরিষদের মোঃ খলিলুর রহমান, বিএনপির মোঃ মনোয়ার হোসেন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোঃ নাজিরুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর শম্পা বসু, বাংলাদেশ কংগ্রেসের কাজী রেজাউল ইসলাম, জাতীয় পার্টির (জাপা) মোঃ জাকির হোসেন মোল্লা, খেলাফত মজলিসের মোহাম্মদ ফয়জুল ইসলাম, গণফোরামের মিজানুর রহমান এবং স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কুতুবুল্লাহ হোসেন মিয়া।

মাগুরা ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন সাবেক উপদেষ্টা আসিফ মাহামুদের সাবেক এপিএস মোয়াজ্জেম হোসেন।
অন্যদিকে মাগুরা ২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৫ জন। তাঁরা হচ্ছেন বিএনপির নিতাই রায় চৌধুরী, জামায়াতে ইসলামী বাংলাদেশের মোঃ মুশতারশেদ বিল্লাহ (এম বি বাকের), ইসলামী আন্দোলন বাংলাদেশের মোস্তফা কামাল, জাতীয় পার্টির (জাপা) মশিয়ার রহমান ও স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন। মাগুরা ২ আসনে স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন সাবেক উপদেষ্টা আসিফ মাহামুদের সাবেক সহকারী একান্ত সচিব। আর মাগুরা ১ আসনে স্বতন্ত্র প্রার্থী কুতুবুল্লাহ হোসেন মিয়া শ্রীপুর উপজেলার শ্রীকোল ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি। মনোনয়ন সংগ্রহের পরই পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হওয়া একটি মামলায় তিনি এখন কারাগারে আছেন।