1. dainikmagura@gmail.com : magura :
মাগুরা মেডিকেল কলেজে ‘সর্প দংশনঃ করণীয় ও প্রতিকার’ শীর্ষক সেমিনার | দৈনিক মাগুরা
সোমবার, ১৩ অক্টোবর ২০২৫, ০৯:৪৪ অপরাহ্ন

মাগুরা মেডিকেল কলেজে ‘সর্প দংশনঃ করণীয় ও প্রতিকার’ শীর্ষক সেমিনার

মোঃ ফরিদ-উজ-জামান শিপলু
  • আপলোডের সময় : শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৫ জন দেখেছেন
সেমিনারের মুখ্য আলোচক ছিলেন বন্যপ্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞ মোঃ আবু সাইদ

মাগুরা মেডিকেল কলেজ ও হাসপাতালে “সর্প দংশনঃ করণীয় ও প্রতিকার” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় শুরু হওয়া এ সেমিনারে মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক ও হাসপাতালের নিয়মিত চিকিৎসকেরা অংশ নেন।

সেমিনারের মুখ্য আলোচক ছিলেন বন্যপ্রাণী ও পরিবেশ বিশেষজ্ঞ অশোকা ফেলো (ইউএসএ) মোঃ আবু সাইদ । তিনি সর্প দংশনের ঝুঁকি, প্রতিরোধ এবং দ্রুত চিকিৎসা পাওয়ার গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ‘মানুষ ওঝা বা সাপুড়ে দিয়ে ব্যর্থ চিকিৎসার চেষ্টা করে। দেখা যায় দংশনের পর ওঝা বা সাপুড়ের কাছে যাওয়ার কারণে সময় নষ্ট হয়ে যায়। এ কারণে হাসপাতালে আনার পরও অনেক রোগীকে বাঁচানো যায় না’। এ ক্ষেত্রে চিকিৎসকের করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন তিনি।

সেমিনারে চিকিৎসক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন

অন্যান্য আলোচকদের মধ্যে ছিলেন মাগুরা সোসাইটি অব মেডিসিনের সদস্য সচিব চিকিৎসক জুলি চৌধুরী ও মাগুরা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (শিশু বিভাগ) চিকিৎসক এম এ হাই। তাঁরা সর্প দংশনের পর প্রাথমিক করণীয়, ভ্রান্ত ধারণা থেকে বিরত থাকার প্রয়োজনীয়তা এবং চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করেন।

সেমিনারে চিকিৎসক, শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। সেমিনারটি আয়োজন করে মাগুরা মেডিকেল কলেজ ও মাগুরা সোসাইটি অব মেডিসিন। সার্বিক সহযোগিতায় ছিল ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল লিমিটেড।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )