মাগুরা জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা, বিপিএম এর নির্দেশে ক্রমে জেলা পুলিশের সাইবারক্রাইম ইনভেস্টিগেশন সেল ও মাগুরা সদর থানার যৌথ আভিযানে রোমান মোল্যা নামে এক আত্নসাৎ কৃত ট্রাক ড্রাইভারকে আটক করেছে পুলিশ। তার বাড়ি মাগুরা মহম্মদপুর উপজেলার দক্ষিণ মৌশা গ্রামে। তাকে ফরিদপুর জেলার বোয়ালমারী থানা এলাকা হতে গ্রেপ্তার করা হয়। পরে তার দেয়া তথ্য মতে বুধবার (২৩ অক্টবর) গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাধীন এসএস ফিলিং স্টেশন, ভাটিয়াপাড়া হতে আত্মসাৎ কৃত ট্রাকটি উদ্ধার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদীর নিজ নামীয় টাটা কোম্পানীর ৭০৯ মডেলের মাঝারী ট্রাকটি ড্রাইভার রোমান মোল্যাকে ( গ্রেফতারকৃত আসামী ) দিয়ে অনুমান ১ বছর যাবত পারিচালনা করে আসছিলেন। ঢাকায় ট্রিপ নিয়ে যাওয়ার কথা বলে আসামী রোমান মোল্যা গত (২৭ সেপ্টেম্বর ২৪) রাত ) রাত ৮টার দিকে শিবরামপুর গ্রামের সরদার বাড়ী নামক স্থান হতে বাদীর ট্রাকটি নিয়ে যায়।
ট্রাকটি নিয়ে যাবার পর থেকে বাদী তার সাথে যোগাযোগ করা চেষ্টা করেও ব্যর্থ হন। পরে মাগুরা থানার মামলার ভিত্তিতে তাকে আটক করা হয় এবং ট্রাকটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।