মাগুরা জেলা টেনিস ক্লাবের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার রাতে ইনডোর স্টেডিয়াম সংলগ্ন টেনিস মাঠে ক্লাবের কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সাধারণ সভায় ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়।
টেনিস ক্লাব সূত্রে জানা গেছে, পদাধিকার বলে এই কমিটির সভাপতি দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক। চারজন সহ-সভাপতি এর মধ্যে পদাধিকার বলে তিনজন নির্বাচিত হবেন। তাঁরা হচ্ছেন জেলা ও দায়রা জজ বা তাঁর প্রতিনিধি, পুলিশ সুপার বা তাঁর প্রতিনিধি ও জেলা প্রশাসকের কার্যালয়ের একজন অতিরিক্ত অতিরিক্ত জেলা প্রশাসক। স্থানীয় খেলোয়াড়দের মধ্য থেকে একজন সহসভাপতি দায়িত্ব পালন করবেন। ঘোষিত কমিটিতে মাগুরা সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক কাজী শামসুজ্জামান কল্লোল সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন।
সাধারণ সভায় সদস্যরা
সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন টেনিস কোচ এনামুল কবির মুক্ত। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক ব্যবসায়ী নওশাদ জং জুয়েল এবং কোষাধ্যক্ষ ব্যাংক কর্মকর্তা রফিকুল ইসলাম রিপন।
নতুন কমিটিতে ৫ জন কার্যনির্বাহী সদস্য রয়েছেন। তারা হচ্ছেন কাজী সঞ্জয় জামান বিপু, শফিকুল ইসলাম শফিক, খান তানভীর হোসেন শাওন, কাজী আশিক রহমান ও সোহানুজ্জামান খান নয়ন।
টেনিস ক্লাবের পক্ষ থেকে জানান হয়, মাগুরায় টেনিস খেলার প্রসার বাড়াতে জেলা টেনিস ক্লাবের এ কমিটি গঠন করা হয়েছে। সভায় স্থানীয় খেলোয়াড়দের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরে কর্মরত টেনিস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে নৈশভোজে অংশ নেন সদস্যরা।