মাগুরার শ্রীপুর উপজেলায় রাতের আঁধারে একটি বাগানের অন্তত ৩০টি ধরন্ত আমগাছ তুলে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বুধবার দিবাগত রাতে শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নের বরালিদহ গ্রামে।
ক্ষতিগ্রস্ত টিটো মিয়া জানান, দীর্ঘ সময় ধরে তিনি জমিতে আমগাছ রোপণ করে পরিচর্যা করছিলেন। কিন্তু বুধবার রাতের কোনো এক সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তার জমির বাঁশের বেড়া ভেঙে ঢুকে অন্তত ৩০টি ধরন্ত আমগাছ তুলে পাশের জঙ্গলে ফেলে দেয়। এতে গাছগুলো সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে।
প্রতিবেশী আব্দুর রাজ্জাক ও তার স্ত্রী রোজিনা খাতুন বলেন, “সকালে ঘুম থেকে উঠে দেখি পাশের জমির সব গাছ উপড়ে ফেলা হয়েছে। কারা করেছে জানি না, তবে কাজটি খুবই দুঃখজনক।”
এ ঘটনায় ভুক্তভোগী টিটো মিয়া নাকোল পুলিশ ফাঁড়িকে অবহিত করেছেন।
এ বিষয়ে শ্রীপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী বলেন, “ঘটনার সংবাদ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থ নেয়া হবে।