1. dainikmagura@gmail.com : magura :
ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মাগুরায় খেলাফতে মজলিসের বিক্ষোভ | দৈনিক মাগুরা
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মাগুরায় খেলাফতে মজলিসের বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ১২৪ জন দেখেছেন
ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

মুসলিম ভুখণ্ডে চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ খেলাফতে মজলিস।

আজ শুক্রবার বাদ জুমা নোমানী ময়দান থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

বিক্ষোভ কর্মসূচির নেতৃত্ব দেন বাংলাদেশ খেলাফতে মজলিস মাগুরা জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মনিরুল ইসলাম এবং সেক্রেটারি মাওলানা মুফতি মুহিবুল্লাহ। এছাড়াও মিছিলে উপস্থিত ছিলেন মাগুরা সদর থানার সভাপতি হাফেজ মাওলানা রমজান আলী এবং ছাত্র মজলিসের সভাপতি আবু সাঈদ।

এর আগে নামাজ পর নোমানী ময়দানে সমবেত হয় সংগঠনটির নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারি মাওলানা মুফতি মুহিবুল্লাহ, মাগুরা সদর থানার সভাপতি হাফেজ মাওলানা রমজান আলী এবং ছাত্র মজলিসের সভাপতি আবু সাঈদ।

বক্তারা বলেন, ইসরায়েলের বর্বর আগ্রাসনে হাজারো নিরীহ ফিলিস্তিনি নারী-শিশু প্রাণ হারাচ্ছে, অথচ বিশ্ব সম্প্রদায় নীরব। এই অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানানো ঈমানি দায়িত্ব। এরপর মিছিল নিয়ে শহরের ভায়না মোড়ে অবস্থিত বিজয় স্মৃতিস্তম্ভে গিয়ে কর্মসূচি শেষ হয়। সেখানে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা মনিরুল ইসলাম। এরপর মজলুমদের জন্য দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )