মাগুরায় বিকেএসপির বাছাই অনুষ্ঠিত হবে ২০ এপ্রিল। ঐদিন মাগুরা জেলা স্টেডিয়ামে সকাল ৯ টা থেকে বিকেল চারটা পর্যন্ত এ বাছাই অনুষ্ঠিত হবে। মোট ২১ টি ক্রীড়া বিভাগের জন্য সারা দেশের প্রতিটি জেলায় এ বাছাই অনুষ্ঠিত হচ্ছে। ৮ থেকে ১৩ বছর বয়সী ছেলে ও মেয়েকে বিভিন্ন খেলার জন্য বাছাই করা হবে।
বিকেএসপি থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বাছাই প্রক্রিয়ার বিস্তারিত প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রথম পর্যায়ে সারা দেশ থেকে বিভিন্ন খেলার ১০০০ খেলোয়াড় কে বাছাই করে এক মাসের প্রশিক্ষণ দেয়া হবে। সেখান থেকে বাছাই করা ৪০০ জনকে দ্বিতীয় দফায় দুই মাসের প্রশিক্ষণ দেবে। আর এই প্রশিক্ষণ চলাকালীন যাবতীয় খরচ বহন করবে বিকেএসপি।