মাগুরা শহরের হাসপাতাল পাড়ার জমির উদ্দিন সড়কে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
আটককৃতরা হলেন—সাইফুল আলম ও মেহেদী হাসান। তাদের কাছ থেকে ১৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দুজনকেই তাৎক্ষণিক দণ্ড প্রদান করে।
সাইফুল আলমকে ১ বছর ৬ মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং মেহেদী হাসানকে ৩ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
জানা গেছে, সাইফুল আলমের বিরুদ্ধে মাদক সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। এছাড়াও, তিনি পূর্বে ছয় মাসের কারাদণ্ড ভোগ করে কারাগারে ছিলেন বলে জানিয়েছে মাগুরা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর।