1. dainikmagura@gmail.com : magura :
সোমবার ২৮ জুন মুক্তিযুদ্ধের সংগঠক নারী নেত্রী মনোয়ারা জামানের ১ম মৃত্যুবার্ষিকী | দৈনিক মাগুরা
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ০৯:৪৪ পূর্বাহ্ন

সোমবার ২৮ জুন মুক্তিযুদ্ধের সংগঠক নারী নেত্রী মনোয়ারা জামানের ১ম মৃত্যুবার্ষিকী

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : রবিবার, ২৭ জুন, ২০২১
  • ৫১৮ জন দেখেছেন
মনোয়ারা জামান

মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের মাতা, জেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সভানেত্রী, মুক্তিযুদ্ধের সংগঠক ও নারী নেত্রী মনোয়ারা জামানের প্রথম মৃত্যুবার্ষিকী  ২৮ জুন সোমবার।

জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও মরহুমার জ্যেষ্ঠ সন্তান শফিকুজ্জামান বাচ্চু জানান, দিনটি পালন উপলক্ষে পরিবারের পক্ষ থেকে কোরআন খতমসহ সোমবার বাদ আছর জেলা শহরের প্রত্যেক মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া জেলা আওয়ামীলীগ মরহুমার কবর জিয়ারতসহ নানা কর্মসুচি হাতে নিয়েছে।

আওয়ামীলীগের দুর্দিনে মাগুরার রাজনীতিতে বেগম মনোয়ারা জামান নেপথ্যে থেকে দলকে সংগঠিত ও সুসংহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর স্বামী মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি মরহুম এ্যাডভোকেট আছাদুজ্জামান মাগুরা-২ আসন থেকে ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হন। মনোয়ারা জামান ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। এছাড়া দীর্ঘদিন জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রীর দায়িত্ব পালন করেছেন। তিনি পিছিয়ে পড়া নারীদের আত্মমর্যাদা প্রতিষ্ঠা ও আত্ম কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আমৃত্যু কাজ করে গেছেন।

উল্লেখ্য, ২০২০ সালের ২৮ জুন বেগম মনোয়ারা জামান (৭৫) বছর বয়সে মাগুরা পশু হাসপাতালপাড়াস্থ নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )