দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাগুরা জেলা ছাত্রদলের পক্ষ থেকে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
(১৮ইমার্চ )মঙ্গলবার বিকেলে মাগুরা সদর হাসপাতালে রোগীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। মাগুরা জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ এ ইফতারের আয়োজন করেন। এ সময় মাগুরা সদর হাসপাতালে ইফতার বিতরণ করেন মাগুরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সদর হাসপাতালে সাধারণ রোগীদের মাঝে ইফতার বিতরণ শেষে মাগুরা ভায়না মোড়ে রিক্সা চালক, অটোচালক ও পথচারীদের মাঝেও নেতাকর্মীরা ইফতার বিতরণ করেন।
ইফতার বিতরণ শেষে মাগুরা ভিটা সাইর গ্রামে অবস্থিত ফাতেমা কমিউনিটি সেন্টারে স্থানীয় গ্রামবাসী ও জেলার রাজনৈতিক নেতারা সাবেক প্রধান মন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন।
ইফতার মাহফিলে মোনাজাতের আগে জেলার নেতাকর্মীরা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, মাগুরায় কিছু দিন আগে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যা দেশের ভাবমূর্তিকে নষ্ট করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এই শিশুর সাথে যারা এ ধরনের পাশবিক নির্যাতন
করেছে তাদের সর্বচ্চ শাস্তি প্রদান করতে হবে। আমরা তার আত্নার মাগফিরাত কামনা করি। এ সময় দোয়া অনুষ্ঠানে মোনাজাত করেন কেন্দ্রীয় ওলামা দলের সদস্য হাফেজ মাওলানা আকরাম আরজু।
এছাড়াও দোয়া মাহফিলে বিএনপির নেতারা বলেন, মাগুরা জেলাতে এ ধরনের আয়োজন এত বড় পরিসরে আগে কখনো হয়নী। এই আয়োজনের সাথে যারা জড়িত রয়েছে বিশেষ করে মাগুরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় যে আয়োজন করেছে তা প্রসংসার দাবি দার। দোয়া মাহফিলে দেশবাসির জন্যেও দোয়া করা হয়।
বক্তব্য রাখছেন সাবেক মাগুরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ
এ সময় দোয়া ও ইফতার মাহফিলে অংশ গ্রহণ করেন বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মোঃ আনোয়ার পারভেজ ও যুগ্ম-সাধারণ সম্পাদক সরকার জসিম উদ্দিন সম্রাট, মাগুরা জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক আহসান হাবিব কিশোর,আমিনুর রহমান পিকুল,যুগ্ম-আহবায়ক জেলা বিএনপি, মাগুরা জেলা যুবদলের সভাপতি অশিকুর রহমান কল্লোল, শ্রমিক দলের সভাপতি আব্দুর রশিদ, মাগুরা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক স্মৃতি সহ বিএনপির রাজনৈক অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।