মাগুরায় সাপের কামড়ে এক উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার রাতে সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের শ্রীকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতের নাম শাওন শিকদার (১৯)। সে শ্রীকান্তপুর গ্রামের বাদশাহ শিকদারের ছেলে। শাওন আমুড়িয়া কারিগরি মহাবিদ্যালয় থেকে চলমান উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছিল।
নিহতের চাচাতো ভাই জহির শিকদার সোমবার জানান, গতকাল (রোববার) সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশে একটি জায়গা থেকে শাওনকে সাপে কামড় দেয়। এরপর তাঁকে বাটিকাবাড়ি এক ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। সেখান নেওয়া হয় আরেক ওঝা বাড়ি। তবে সময়ের সাথে সাথে শাওনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে রাত সাড়ে ১১টার দিকে তাঁকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক ওই তরুণকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মামুনুর রশীদ সোমবার সকালে বলেন, ‘গতকাল রাত সাড়ে ১১টার দিকে তাঁকে (শাওন শিকদার) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। তবে হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়। যতদূর শুনেছি আগে তাঁকে ওঝা বাড়িতে নেওয়া হয়েছিল। যদিও হাসপাতালে পর্যাপ্ত এ্যান্টি ভেনম ইনজেকশন রয়েছে’।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আইয়ুব আলী বলেন, আইনি প্রক্রিয়া শেষে আজ সকালে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।