1. dainikmagura@gmail.com : magura :
সাংবাদিক কাজী আশিক রহমানের জন্মদিন উদযাপন | দৈনিক মাগুরা
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০২:১৫ অপরাহ্ন

সাংবাদিক কাজী আশিক রহমানের জন্মদিন উদযাপন

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ৫১ জন দেখেছেন

মাগুরায় প্রথম আলোর জেলা প্রতিনিধি কাজী আশিক রহমানের জন্মদিন উদযাপিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শহরের ইসলামপুর পাড়া দৈনিক মাগুরার কার্যালয়ে কেক কেটে তাঁর জন্মদিন উদযাপন করেন সহকর্মী ও বন্ধুরা।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি দৈনিক মাগুরার প্রকাশক ও সম্পাদক এডভোকেট মাহবুবুল আকবর কল্লোল, দৈনিক যুগান্তরের প্রতিনিধি আবু বাসার আখন্দ, ডিবিসি ও আজকের পত্রিকার সাংবাদিক ফয়সাল পারভেজ, এসএ টিভি ও বাংলাদেশ সংবাদ সংস্থার প্রতিনিধি আব্দুল আজিজ, মোহনা টেলিভিশনের কামরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের হেলাল হোসেন, দীপ্ত টিভির কাসেমুর রহমান শ্রাবণ, এটিএন বাংলা ও এটিএন নিউজের সুজন মাহামুদ, সরকারি অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক মুন্সি আরাফাত হোসেন, নাট্য নির্মাতা শিব্বির আহমেদ মান্না, গ্রীন ভয়েস মাগুরা জেলা সভাপতি ফরিদুজ্জামান শিপলু, ব্যবসায়ী দীপক বিশ্বাসহ সাংবাদিক আশিকের বন্ধুরা।
উপস্থিত সকলের পক্ষ থেকে এই সাংবাদিককে শুভেচ্ছা জানানো হয়।

কাজী আশিক রহমান

কাজী আশিক রহমান ২০১৪ সালে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ঢাকা অফিসে সাংবাদিকতা শুরু করেন। ২০১৮ সালে তিনি প্রথম আলোর জেলা প্রতিনিধি হিসেবে মাগুরায় সাংবাদিকতা শুরু করেন। তিনি বর্তমানে মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্ক (এমজেএন) এর সহ-সভাপতির দায়িত্বে আছেন।
সাংবাদিকতার পাশাপাশি তিনি একজন সংগঠক হিসেবে কাজ করেন। মাগুরা চৌরঙ্গী ক্লাবের প্রতিষ্ঠাতাদের একজন তিনি। এছাড়া বর্তমানে মাগুরা জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটিতে ক্রীড়া সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ব্যক্তিগত জীবনে এক সন্তানের জনক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )

You cannot copy content of this page