1. dainikmagura@gmail.com : magura :
রংপুর মহানগর পুলিশের অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ এসআই এরশাদ | দৈনিক মাগুরা
বুধবার, ০৮ মে ২০২৪, ০৯:৩৭ অপরাহ্ন

রংপুর মহানগর পুলিশের অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ এসআই এরশাদ

রংপুর প্রতিনিধি
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩১০ জন দেখেছেন

রংপুর মেট্রোপলিটন পুলিশের নতুন বছর ২০২২’র জানুয়ারী মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা রক্ষায় কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ এসআই হয়েছেন মেট্রোপলিটন কোতয়ালী থানার এরশাদ আলী।

বৃহস্পতিবার(১০ ফেব্রুয়ারী) দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে নগরীর আইন-শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে আরপিএমপির বিভিন্ন পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ সদস্যদের ক্রেস্ট, সার্টিফিকেট এবং অর্থ পুরষ্কার প্রদান করা হয়।

অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ত্ব করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাঃ আবদুল আলীম মাহমুদ, বিপিএম।

এসময় পুলিশ কমিশনার, জানুয়ারি মাসে মহানগরী বিভিন্ন এলাকায় সংঘটিত অপরাধমূলক কর্মকান্ড এবং এ সংক্রান্তে রংপুর মেট্রোপলিটন পুলিশের গৃহীত পদক্ষেপসমূহ পর্যালোচনাপূর্বক অপরাধ নিয়ন্ত্রণ ও আইন-শৃংখলা রক্ষায় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দেন।

এবার জানুয়ারি মাসে শ্রেষ্ঠ এএসআই হিসেবে পুরস্কার পেয়েছেন, হারাগাছ থানার রাজীব রায়। গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ এসআই হিসেবে পুরস্কৃত হয়েছেন এসআই স্বপন কুমার রায়। ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ সার্জেন্ট হিসেবে পুরস্কৃত হয়েছেন পরিতোষ চন্দ্র রায়।

সভায় রংপুর মেট্রোপলিটন পুলিশের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি এন্ড মিডিয়া) সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )