বর্তমান অন্তর্বর্তী সরকারের মেয়াদে মাগুরা মেডিকেল কলেজের স্থানান্তরিত হওয়ার সম্ভাবনা নেই। এ তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শুক্রবার সকালে মাগুরা মেডিকেল কলেজ ক্যাম্পাস পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
মাগুরার সন্তান শফিকুল আলম জানান, এই মেডিকেল কলেজ মাগুরার মানুষের গর্ব। এখানকার পরিবেশ বেশ সুন্দর। এখানকার শিক্ষকরা খুবই আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের শিক্ষাদান করছেন বলে জানিয়েছেন। শিক্ষার্থীরাও হাতে কলমে শেখার ক্ষেত্রে ভালো এক্সপোজার পাচ্ছে।
তিনি জানান, অন্তর্বর্তীকালীন সরকার চেয়েছে সবাই যেন মানসম্মত শিক্ষা পায়। এ কারণেই নতুন মেডিকেল কলেজ গুলো অন্য বড় মেডিকেল কলেজে সঙ্গে একীভূত করার কথা বিবেচনা করেছিল। তবে আশা করি অন্তর্বর্তীকালীন সরকারের সময় মাগুরা মেডিকেল কলেজ স্থানান্তরিত হচ্ছে না।
শফিকুল আলম বলেন, আমার ধারণা এখানে যে পরিবেশ আছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট দপ্তরের লোকজন আসলে তারাও স্বস্তি পাবেন। এখানকার রেজাল্ট খুবই ভালো। মেডিকেল কলেজ যাতে মাগুরাতে থাকে এজন্য আমরা সবাই মিলে চেষ্টা করব।
প্রেস সচিব শফিকুল আলমের পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, মাগুরা মেডিকেল কলেজের অধ্যক্ষ মোঃ কামরুল ইসলাম, মেডিকেল কলেজের শিক্ষক আবু আব্দুল্লাহ হেল কাফি, আব্দুল হাই, দেবাশীষ বিশ্বাস প্রমুখ।
অন্তর্বর্তীকালীন সরকার নতুন ছয়টি মেডিকেল কলেজ বন্ধ করে দিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে গত মার্চ মাসের শুরু থেকে মাগুরাতে লাগাতার আন্দোলন করে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা মাগুরা মেডিকেল কলেজ স্থানান্তর না করার দাবি জানায়।