1. dainikmagura@gmail.com : magura :
মাগুরা ডিবেট অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু | দৈনিক মাগুরা
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৬ পূর্বাহ্ন

মাগুরা ডিবেট অ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

মোঃ ফরিদ-উজ-জামান শিপলু
  • আপলোডের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৫ জন দেখেছেন
মাগুরা ডিবেট এ্যাসোসিয়েশনের যাত্রা শুরু

মাগুরায় যুক্তিবাদী, সহনশীল ও গণতান্ত্রিক মূল্যবোধ বিস্তারের লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘মাগুরা ডিবেট অ্যাসোসিয়েশন (Magura Debate Associatin-MDA)’ নামে একটি বিতর্ক সংগঠন। শুক্রবার শহরের ইসলামপুর পাড়ায় অস্থায়ী কার্যালয়ে আহবায়ক কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনটি যাত্রা শুরু করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সামাজিক-সাংস্কৃতিক সংগঠনটি জেলার শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে বিতর্ক চর্চায় সম্পৃক্ত করার পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ করবে। বিদ্যালয় ও কলেজ পর্যায়ে নিয়মিত বিতর্ক প্রতিযোগিতা, কর্মশালা ও প্রশিক্ষণ আয়োজন করতে কাজ করবে মাগুরা ডিবেট এ্যাসোসিয়েশন। পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক বিতর্ক সংগঠনের সঙ্গে সম্পর্ক স্থাপন করে মাগুরার বিতর্ক সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার পরিকল্পনা রয়েছে সংগঠনটির। সংগঠকদের প্রত্যাশা, মাগুরা ডিবেট অ্যাসোসিয়েশন জেলার তরুণ প্রজন্মকে যুক্তি ও আলোচনার চর্চায় অনুপ্রাণিত করবে এবং ভবিষ্যতের নেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শুক্রবার ঘোষিত ৯ সদস্যের আহবায়ক কমিটিতে আহবায়ক হিসেবে আছেন খুলনা টিচার্স ট্রেনিং কলেজের প্রভাষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক সৌরভ অধিকারী। যুগ্ম আহবায়ক সাংবাদিক কাজী আশিক রহমান ও সদস্য সচিব হিসেবে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী রাহাদ আব্দুল্লাহ রয়েছেন। আহবায়ক কমিটির ৬ সদস্য হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুনিয়া হাসান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফারহান আহমেদ, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী মৃধা ফারিহা সিদ্দিকী চৈতী, তাহাসিন সিদ্দিকী সাফিন, ফারদিন রেজা ফাহাদ ও মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাদমান সাকিব প্রান্ত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )