বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ন্যাশনাল চ্যাম্পিয়নশীপ ক্রিকেট লীগে টানা দুই ম্যাচে জয় পেয়েছে মাগুরা জেলা ক্রিকেট টিম। জামালপুর জেলা স্টেডিয়ামে কুষ্টিয়া ও নারায়ণগঞ্জ জেলা দলকে হারিয়ে পরের রাউন্ডে উঠে গেছে মাগুরার ছেলেরা।
এবার ন্যাশনাল চ্যাম্পিয়নশীপে মাগুরা জেলার দলের ভেন্যু জামালপুর স্টেডিয়াম। এই গ্রুপে মাগুরা মুখোমুখি হচ্ছে কুষ্টিয়া, নারায়ণগঞ্জ ও নিলফামারী জেলা ক্রিকেট দলের। গত ১৫ মার্চ প্রথম ম্যাচে কুষ্টিয়াকে ৫ উইকেটে পরাজিত করে মাগুরার ছেলেরা। সেদিন কুষ্টিয়া প্রথমে ব্যাট করে ১৫১ রানের লক্ষ্য দেয়। ৫ উইকেট হাতে রেখে মাগুরার ব্যাটাররা সেই রান টপকে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন অধিনায়ক আসলাম।
১৯ মার্চ নারায়ণগঞ্জের বিপক্ষে প্রথমে ব্যাট করে ১৩৭ রানের লক্ষ্য দেয় মাগুরা। তবে ২৯ ওভারে ৯১ রানে অলআউট হয়ে যায় নারায়ণগঞ্জ। ৪৫ রানে জয় পায় মাগুরা। এদিন ৫ উইকেট নিয়ে পরপর দুই ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন মাগুরা জেলা দলের পেসার নাজমুল। প্রথম ম্যাচে কুষ্টিয়ার বিপক্ষে ৪ উইকেট নিয়ে ম্যান অফ দ্যা ম্যাচ হয়েছেন তিনি।
স্পিনার নাজমুল সজল। দুই ম্যাচে নিয়েছেন ৯ উইকেট।
মাগুরা জেলা ক্রিকেট দলের ম্যানেজার সালেহ আহমেদ শাকিল জামালপুর থেকে জানান, পরের ম্যাচ শনিবার নিলফামারী জেলা দলের সঙ্গে। শেষ ম্যাচেও জয়ের ব্যপারে আত্নবিশ্বাসী ছেলেরা। তিনি বলেন, ‘প্রথম দুই ম্যাচ জিতে আমরা ইতিমধ্যে পরের রাউন্ডে পৌঁছে গেছি। আশাকরছি শেষ ম্যাচেও জয় পাবো আমরা’।