 
																
								
                                    
									
                                 
							
														মাগুরায় আলোচিত ৮ বছরের শিশু ধর্ষণের ঘটনায় দোষিদের শাস্তি নিশ্চিত করার দাবিতে ৯ই মার্চ রাত ৮টার সময় মাগুরা শহরের নোমানী ময়দান থেকে একটি মশাল মিছিল বের করে সাধারণ ছাত্রজনতা। এ সময় মশাল মিছিলটি শহরের চৌরঙ্গী মোড় হয়ে ঢাকা রোড এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে ছাত্রজনতা ধর্ষণ কারির দ্রুত বিচারের দাবি জানিয়ে স্লোগান দিতে থাকে। মিছিল থেকে ছাত্রজনতা কালকের কর্মসূচি নিয়ে বলেন, কাল যথা সময়ে ধর্ষণ কারীর বিচারের দাবিতে আদালত চত্বর ঘেরাও করা হবে এবং সড়কে অবস্থান কর্মসূচিও থাকবে।