মাগুরা প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ‘স্থানীয় প্রেক্ষাপটে চলচ্চিত্র চর্চার সম্ভাবনা’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হতে যাচ্ছে। শুক্রবার বিকেল ৫টায় মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ চত্বরে এ আয়োজন শুরু হবে। সেমিনারে স্থানীয় তরুণ চলচ্চিত্র নির্মাতা, শিক্ষার্থী ও সংস্কৃতি অনুরাগীরা অংশ নেবেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, চলচ্চিত্র শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি সমাজ, সংস্কৃতি ও স্থানীয় ইতিহাস তুলে ধরার শক্তিশালী মাধ্যম। মফস্বল শহর থেকে চলচ্চিত্র নির্মাণের সুযোগ, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়েই মূল আলোচনা হবে সেমিনারে। বক্তারা তরুণদের চলচ্চিত্র চর্চায় অনুপ্রাণিত করার পাশাপাশি সৃজনশীল কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানাবেন।
মাগুরা প্রথম আলো বন্ধুসভা নিয়মিতভাবে শিক্ষা, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ সেমিনার তাদের ধারাবাহিক আয়োজনেরই অংশ।