1. dainikmagura@gmail.com : magura :
মাগুরায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীর মানববন্ধন | দৈনিক মাগুরা
বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০২:২১ অপরাহ্ন

মাগুরায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ব্যবসায়ীর মানববন্ধন

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ৭১ জন দেখেছেন
সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ে বুধবার  (২৬মার্চ২০২৫) সকাল সাড়ে ১১টায় মাগুরা জেলা পরিবেশক সমিতির ব্যানারে ব্যবসায়ীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদ সমাবেশে মাগুরা জেলা পরিবেশ সমিতির সভাপতি মনজুরুল আলমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ভুক্তভোগি ব্যবসায়ী জাকারিয়া রহমান, সংগঠনের সাধারণ সম্পাদক শাহিনুর রহমান সহ মাগুরা জেলার ব্যবসায়ী ও স্থানীয়রা সুধি সমাজের নেতৃবৃন্দরা।

প্রতিবাদ সমাবেশে সন্ত্রাসী হামলার শিকার জাকারিয়া রহমান বলেন, আমার উপর যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদরে দ্রুত বিচারের আওতায় আনতে হবে। আমরা ব্যবসায়ী হিসেবে এখন নিরাপদ নয়। ঈদের আগে আমার সাথে এমন কর্মকান্ড ঘটিয়েছে, যার কারনে আমার ব্যবসার চরম ক্ষতি হয়েছে। আমি চাই এই ঘটনার সাথে যারা জড়িত রয়েছে তাদের দ্রুত আটক করা হোক। মাগুরা সদর থানায় অভিযোগ দেবার পরও পুলিশ এখনও তাদের আটক করতে পারেনী।

তিনি তার অভিযোগে আরো বলেন, গত (২৩মার্চ২০২৫) রোববার মাগুরা বড়খড়ি এলাকার একটি এলপিপিজি পাম্প এলাকায় নিজস্ব গাড়ির ব্যবহারের জন্য গ্যাস নিতে গেলে অভিযোগে থাকা এজহারে মোঃ রুবেল মোল্যা সহ তার ৪ সহযোগি আলামিন,নাসির,রেন্টু,সাইফুল ও অজ্ঞাতনামা কয়একন তাকে বেঘড়ক মারপিট করেন এবং নগত অর্থ ছিনিয়ে নেন। হামলার শিকার জাকারিয়া দাবি করেন সব কিছু পাম্পের সিসি ক্যামেরায় রেকর্ড আছে।

তিনি অভিযোগে আরো দাবি করেন, হামলা চালিয়ে আমার গাড়িতে থাকা ৩লক্ষ ১১হাজার টাকা সিনিয়ে নেয়া হয়। এ সময় তার ব্যবহারিত প্রাইভেটকারের গ্লাস ভাঙ্গা হয়েছে বলে তিনি দাবি করেন।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা আরো বলেন, বর্মমানে আমরা মাগুরার যে সকল ব্যবসায়ীরা আছি তাদের নিরাপত্তা প্রশাসনকে দিতে হবে। আমাদের ব্যবসায়ীর উপর এমন অতর্কিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। অচিরেই তাদেরকে আটক করতে হবে না হলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী কাছে জানতে চাইলে তিনি মুঠো ফোনে দৈনিক মাগুরাকে জানান, মানববন্ধনের বিষয়টি আমার জানানেই। আমি একটু কাজে বাহিরে এসেছি। তবে হামলার ঘটনার বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে বিষয়টি ক্ষতিয়ে দেখা হবে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )

You cannot copy content of this page