মাগুরায় শিগগিরই জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) সাংগঠনিক কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সংগঠনটির আহবায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার দুপুরে মাগুরায় জুলাই পদযাত্রায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জাতীয় নাগরিক পার্টির সারাদেশে জুলাই পদযাত্রার ১০ম দিনে মাগুরায় আসেন নাহিদ ইসলামসহ তাঁর দলের নেতারা। ঝিনাইদহ থেকে দুপুর ১টা ২০ মিনিটে মাগুরা সদর উপজেলা পরিষদের সামনে নেমে পদযাত্রা শুরু করেন এনসিপি নেতারা। সেখান থেকে পদযাত্রা শুরু হয়ে ভায়না মোড় হয়ে শহরের কলেজ রোড, চৌরঙ্গী মোড়, সৈয়দ আতর আলী সড়ক ও ঢাকা রোড বাসস্ট্যান্ড ঘুরে আবার ভায়নার মোড়ে এসে পদযাত্রা শেষ হয়।
পদযাত্রা চলার সময় রাস্তার দুপাশে উৎসুক জনতার উদ্দেশ্যে হাত নাড়েন এনসিপি নেতারা। মাঝে বৃষ্টি নামলেও পদযাত্রা চলতে থাকে। দুপুর আড়াইটার দিকে ভায়নার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন ‘দ্রুততম সময়ের মধ্যে মাগুরায় এনসিপির সাংগঠনিক বিস্তার ঘটবে। আবার আপনাদের মাঝে আসব’। দুর্নীতি ও চাঁদাবাজদের বিরুদ্ধে মাগুরাবাসিকে সরব থাকার আহবান জানান এই নেতা।
বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্ব দেওয়া এই আরও বলেন, ‘জুলাই-গন অভ্যুত্থানে এই মাগুরার দশ জন শহীদ হয়েছেন। আপনাদের সেই সন্তানদের রক্তের মর্যাদা আজকে আমাদের সকলকে মিলে দিতে হবে। মনে রাখতে হবে তাঁরা রক্ত দিয়েছেন একটা নতুন বাংলাদেশের জন্য, বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য। সে কারণেই আমরা মাঠে নেমেছি’।
নাহিদ ইসলামের সঙ্গে পদযাত্রায় অংশ নেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম প্রমুখ। পদযাত্রা ও পথসভা শেষে নড়াইলের উদ্দেশ্যে যাত্রা করেন এনসিপি নেতারা।