মাগুরা সদর উপজেলার শত্রুজিতপুর এলাকায় এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে(১৬) ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার দিবাগত রাতে নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে কিশোরীর পরিবার। বুধবার সকালে ভুক্তভোগী কিশোরীকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার দিবাগত রাত ১টার দিকে কিশোরীর মা মেয়ের ঘরে গিয়ে তাঁকে বিবস্ত্র অবস্থায় দেখতে পান। এ সময় তিনি ঘরের খাটের নিচে মেয়েটির সম্পর্কে চাচাতো ভাই বাদশা শেখ নামে একজনকে দেখতে পান। এসময় ওই ব্যাক্তিকে আটকানোর চেষ্টা করলে ধাক্কা দিয়ে পালিয়ে যায় সে।
কিশোরীর পরিবারের সদস্যরা জানান, মেয়েটি জন্ম থেকেই শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। সে কথা বলতে পারে না।
ঘটনা জানতে পেরে সদর হাসপাতালে ভুক্তভোগীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী। তিনি জানিয়েছেন, ভুক্তভোগীর মায়ের বক্তব্য নেওয়া হয়েছে। পরিবার লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে অভিযুক্ত ব্যাক্তিকে আটকের চেষ্টা করছে পুলিশ।