1. dainikmagura@gmail.com : magura :
মাগুরায় প্রথমবারের মতো শুরু হোল প্রথম বিভাগ কাবাডি লীগ | দৈনিক মাগুরা
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন

মাগুরায় প্রথমবারের মতো শুরু হোল প্রথম বিভাগ কাবাডি লীগ

মোঃ ফরিদ-উজ-জামান শিপলু
  • আপলোডের সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ১৩২ জন দেখেছেন
নোমানী ময়দানে শুরু হয়েছে মাগুরা প্রথম বিভাগ কাবাডি লীগ ২০২৫

মাগুরা শহরের নোমানী ময়দানে শনিবার সন্ধ্যা ৭টায় প্রথম বারের মতো মাঠে গড়ালো ‘মাগুরা প্রথম বিভাগ কাবাডি লীগ ২০২৫’। বাংলাদেশের জাতীয় খেলা কাবাডির বিকাশ ও জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্য এ আয়োজন করেছে মাগুরা জেলা ক্রীড়া সংস্থা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প সচিব ও মাগুরার কৃতি সন্তান জনাব মোঃ ওবায়দুর রহমান। তিনি বলেন, ‘কাবাডি বাংলাদেশের জাতীয় খেলা। জেলা পর্যায়ে এমন আয়োজন খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মাগুরা ক্রীড়ায় একটা উজ্জ্বল ঐতিহ্য বহন করে। এমন উদ্যোগ তরুণদের খেলাধুলায় আগ্রহী করবে’।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প সচিব ও মাগুরার কৃতি সন্তান জনাব মোঃ ওবায়দুর রহমান

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মিনা মাহমুদা। তিনি বলেন, ‘খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শৃঙ্খলা ও মানসিক শক্তির প্রতীক। তরুণ সমাজকে সঠিক পথে রাখতে ক্রীড়া চর্চার বিকল্প নেই’।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোঃ অহিদুল ইসলাম। তিনি বলেন, ‘মাগুরার তরুণ খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষ্যেই এই লীগের আয়োজন। এ আয়োজনে যারা সহযোগিতা করেছেন তাঁদের সবাইকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ধন্যবাদ জানাই’। এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ডা. সিমিন মজিদ আখতার (অঞ্জু)। অনুষ্ঠানের এই বিশেষ অতিথি সকলের উদ্দেশ্যে বলেন, ‘আমার বাবা মেজর জেনারেল (অব.) এম. মজিদ-উল হক মাগুরার উন্নয়ন ও তরুণ প্রজন্মের বিকাশে সবসময় কাজ করেছেন। আমি তাঁর আদর্শে অনুপ্রাণিত হয়ে ক্রীড়া অঙ্গনে পাশে থাকতে চাই’। আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান তিনি।

এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ডা. সিমিন মজিদ আখতার (অঞ্জু)

ডা. সিমিন মজিদ আখতার বিএনপির প্রতিষ্ঠাকালীন স্থায়ী কমিটির সদস্য, মাগুরার সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মেজর জেনারেল (অব.) এম. মজিদ-উল হকের সুযোগ্য কন্যা। তিনি প্রাভা হেলথকেয়ারের চীফ মেডিক্যাল অফিসার, এবং সার্ক উইমেন্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট, রেডক্রস থাইল্যান্ড ডিপ্লোমেটিক কমিটির সাবেক প্রেসিডেন্ট, ও জোন্টা ইন্টারন্যাশনাল বৃহত্তর ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বি. এম. সাজিন ইসরাত।
অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল কাদের, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ফারুকুজ্জামান, আলমগীর হোসেন, আমিনুর রহমান খান পিকুল, এবং মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান।

উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় চাউলিয়া স্পোর্টস একাডেমি ও মাগুরা কাবাডি ক্লাব। উত্তেজনাপূর্ণ ম্যাচে মাগুরা কাবাডি ক্লাব ৪১–২৬ পয়েন্টে জয় লাভ করে।

আয়োজকরা জানান, এই লীগে মোট ৮টি ক্লাব অংশ নিচ্ছে এবং এটি মাগুরার ক্রীড়া ইতিহাসে একটি নতুন অধ্যায় রচনা করবে। এই লীগে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক মাগুরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )