লীগের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প সচিব মাগুরার কৃতি সন্তান মোঃ ওবায়দুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাগুরা জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোঃ অহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মিনা মাহমুদা ও ডা. সিমিন মজিদ আখতার (অঞ্জু) — যিনি এই প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক।
ডা. সিমিন মজিদ আখতার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাকালীন স্থায়ী কমিটির সদস্য, মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মেজর জেনারেল (অব.) এম. মজিদ-উল হকের সুযোগ্য কন্যা।
তিনি সার্ক উইমেন্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট, রেডক্রস থাইল্যান্ড ডিপ্লোমেটিক কমিটির সাবেক প্রেসিডেন্ট, জোন্টা ইন্টারন্যাশনাল বৃহত্তর ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট, এবং গুলশান লেডিস ক্লাবের সদস্য। বর্তমানে তিনি প্রাভা হেলথকেয়ারের চীফ মেডিক্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বি. এম. সাজিন ইসরাত বলেন, “বাংলাদেশের জাতীয় খেলা কাবাডির প্রসার ও স্থানীয় খেলোয়াড়দের অনুপ্রেরণা দিতে এই লীগের আয়োজন করা হয়েছে।”
এই লীগে অংশ নিচ্ছে জেলার ৮টি ক্লাব। সেগুলো হচ্ছে, মাগুরা রিপোর্টার্স ইউনিটি, ভায়না কাবাডি ক্লাব, মহম্মদপুর স্বপ্নচোখ, চৌরঙ্গী ক্লাব, মাগুরা কাবাডি ক্লাব, খান স্পোর্টস, চাউলিয়া স্পোর্টস ক্লাব এবং বন্ধুসুলভ আঠারোখাদা।
আয়োজকরা আশা করছেন, উদ্বোধনী দিনের মধ্য দিয়ে মাগুরার ক্রীড়াঙ্গনে কাবাডি খেলায় নতুন প্রাণ সঞ্চার হবে এবং জেলার তরুণ খেলোয়াড়দের জন্য এটি হবে একটি অনুপ্রেরণামূলক সূচনা। এই টুর্নামেন্টে অফিসিয়াল মিডিয়া পার্টনার হিসেবে আছে দৈনিক মাগুরা।