1. dainikmagura@gmail.com : magura :
মাগুরায় দিনব্যাপী বিতর্ক উৎসব | দৈনিক মাগুরা
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন

মাগুরায় দিনব্যাপী বিতর্ক উৎসব

দৈনিক মাগুরা ডটকম
  • আপলোডের সময় : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৮৩ জন দেখেছেন

মাগুরায় দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে সদর উপজেলা প্রশাসন বিতর্ক উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার সকালে কালেক্টরেট চত্বর থেকে একটি র‍্যালি শহর প্রদক্ষিণ করে নোমানি ময়দানে শেষ হয়। এতে সদর উপজেলার ২৫টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।

র‍্যালি শেষে জেলা অডিটরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। তিনি বলেন, “বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীদের যুক্তি, বিশ্লেষণ ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হয়। উপজেলা প্রশাসন এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও নেতৃত্ব প্রশিক্ষণের একটি ক্ষেত্র তৈরি করেছে।”

প্রধান অতিথি ছিলেন বিটিভির মহাপরিচালক

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক মো. মাহবুবুল আলম। তিনি বলেন, “বর্তমান প্রজন্মকে সঠিক পথে এগিয়ে নিতে বিতর্ক চর্চা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। শিক্ষার্থীরা যদি যৌক্তিক চিন্তা, ভিন্ন মতকে সম্মান করা এবং শৃঙ্খলাপূর্ণ আলোচনা শিখে নেয় তবে ভবিষ্যতের নেতৃত্ব তারা গ্রহণ করতে পারবে।”

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি)-এর চেয়ারম্যান এ কে এম শোয়েব এবং এনডিএফ বিডি খুলনা অঞ্চলের তাকদিরুল গনি। স্বাগত বক্তব্য দেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাসিবুল হাসান।

দিনব্যাপী এ উৎসবে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় আন্তর্জাতিক শিশু বিতর্ক রম্য, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কুল বিতর্ক ও তাৎক্ষণিক বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলার ২৬টি বিতর্ক ক্লাব অংশগ্রহণ করে।

উপজেলা প্রশাসন মাগুরা সদর আয়োজিত এ উৎসবে সহযোগিতা করে মাগুরা আদর্শ বিতর্ক সংঘ। অনুষ্ঠান পরিচালনা করেন সংঘের চেয়ারম্যান নাহিদুর রহমান দুর্জয়।

শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )