1. dainikmagura@gmail.com : magura :
মাগুরায় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ হবে ঢাকা রোড নবগঙ্গা পার্কে | দৈনিক মাগুরা
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ০১:০৭ অপরাহ্ন

মাগুরায় ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ নির্মাণ হবে ঢাকা রোড নবগঙ্গা পার্কে

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১৩৭ জন দেখেছেন
জুলাই স্মৃতিস্তম্ভের প্রস্তাবিত নকশা। সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের স্মরণে রাজধানী ঢাকাসহ সারা দেশে জেলা পর্যায়ে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। রাজধানীর শাহবাগ ও অন্য ৬৩ জেলার প্রতিটির গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা হবে এই স্মৃতিস্তম্ভ। ১৮ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট ব্যাসের এই স্তম্ভে থাকছে গত বছরের জুলাইয়ের স্লোগান, কবিতা ও গ্রাফিতি। আর বেদীতে থাকবে স্ব স্ব জেলার শহীদদের নাম।

মাগুরায় এই জুলাই স্মৃতিস্তম্ভ নির্মিত হবে ঢাকা রোড ও পারনান্দুয়ালীকে সংযোগ করা স্লুইসগেট সংলগ্ন নবগঙ্গা পার্কে। গত ৮ জুলাই জেলা প্রশাসকের কার্যালয়ে ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ বাস্তবায়ন কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকরা অংশ নেন। সভায় জানান হয়, মাগুরায় জুয়াই গণ অভ্যুত্থানে যে ৪ জন নিহত হয়েছেন তাঁদের দুজন নিহত হয়েছেন ঢাকা রোড ও পারনান্দুয়ালীকে যুক্ত করা জোড়া সেতুর উপরে। এর পাশেই রয়েছে নবগঙ্গা পার্ক। এ কারণে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মানের জন্য এই জায়গা বেঁছে নেওয়া হয়েছে। তাছাড়া মহাসড়কের পাশে হওয়ায় মানুষের যাওয়া আসার পথে এটা চোখে পড়বে। প্রকল্পটি বাস্তবায়ন হলে শহরের বাসিন্দাদের জন্য এটা একটা দর্শনীয় স্থান হিসেবে পরিচিতি পাবে বলে মনে করা হচ্ছে।

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভায় জুলাই স্মৃতিস্তম্ভ নির্মানের জন্য জায়গা নির্ধারন করা হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চলতি মাসের মধ্যেই স্মৃতিস্তম্ভ নির্মানের কাজ শেষ হবে। আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে প্রশাসনসহ সর্বস্তরের জনগণ। এর পাশাপাশি জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের আত্নত্যাগের স্থানে তাঁদের নামে ‘ষ্ট্রীট মেমোরি স্টাম্প’ স্থাপন করা হবে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পের বাস্তবায়নকারী সংস্থা হিসেবে কাজ করছে গণপূর্ত অধিদপ্তর। ভাস্কর্যের প্রতিটির জন্য ১৪ লাখ টাকার মতো খরচ হবে। সারা দেশে এই প্রকল্পে ব্যয় হবে ৯ কোটি টাকার মতো।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )