1. dainikmagura@gmail.com : magura :
মাগুরায় জমিয়তের জেলা কাউন্সিল: নতুন নেতৃত্বে কাজী জাবের ও নুরুজ্জামান | দৈনিক মাগুরা
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০৪:০১ পূর্বাহ্ন

মাগুরায় জমিয়তের জেলা কাউন্সিল: নতুন নেতৃত্বে কাজী জাবের ও নুরুজ্জামান

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ২২ জন দেখেছেন

মাগুরায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, মাগুরা জেলা শাখার সদস্য সম্মেলন ও জেলা কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকালে শহরের নোমানী ময়দানসংলগ্ন জেলা অডিটোরিয়ামে এ সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শাখার আহ্বায়ক মাওলানা কাজী জাবের বিন মুহসিন (তাজাল্লা)। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা আনোয়ারুল করিম যশোরী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাজহারী।

সম্মেলনের শেষ পর্বে আংশিক কমিটি গঠন করা হয়। এতে মাওলানা কাজী জাবের বিন মুহসিনকে সভাপতি ও মাওলানা নুরুজ্জামানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। কমিটিতে মোট ২৭ সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )