মাগুরা সদর উপজেলার আঠারোখাদা ইউনিয়নের দেবীনগর এলাকায় উদ্ধারকৃত ১১ দশমিক ৫৮ একর সরকারি খাসজমিতে লিচু বাগান স্থাপন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার (১০ আগস্ট) এ কার্যক্রমের উদ্বোধন করেন শিল্প সচিব মো. ওবায়দুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে লিচুর চারা রোপণ করে শিল্প সচিব বলেন, অনাবাদী খাসজমি ব্যবহারের মাধ্যমে কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ এবং স্থানীয় জনগণের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। জেলা প্রশাসনের এমন উদ্যোগ পরিবেশ সংরক্ষণ ও ফলজ উৎপাদনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলেও তিনি আশা প্রকাশ করেন।