1. dainikmagura@gmail.com : magura :
মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু | দৈনিক মাগুরা
শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন

মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার বিচার শুরু

দৈনিক মাগুরা ডটকম
  • আপলোডের সময় : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৯৪ জন দেখেছেন
অভিযোগ গঠনের শুনানির আগে আসামীদের আদালতে হাজির করা হয়। ছবিঃ দৈনিক মাগুরা।

মাগুরার ৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় চার আসামীর বিরুদ্ধে চার্জ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে আলোচিত এই মামলার আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হোল। আগামী ২৭ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। ওইদিন মামলার প্রথম তিনজন সাক্ষীকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালতে এ মামলার অভিযোগ গঠনের শুনানি হয়।

আজ সকাল ১০টার দিকে চার্জশীটভুক্ত চার আসামী শিশুটির বোনের শ্বশুর, শাশুড়ি, বোনের স্বামী ও ভাশুরের উপস্থিতিতে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর আইনজীবী মনিরুল ইসলাম মুকুলসহ অন্যান্য আইনজীবীরা।

আদালত সূত্রে জানা গেছে, মামলাটিকে জনগুরুত্বপূর্ণ বিবেচনা করে প্রসিকিউশনকে আইনি সহায়তা দেওয়ার জন্য এটর্নি জেনারেল সমমর্যাদার সুবিধাপ্রাপ্ত একজন আইনজীবীকে নিয়োগ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের স্পেশাল প্রসিউকিউটর এডভাইজর এহসানুল হক সমাজী নামে ওই আইনজীবীও শুনানিতে অংশ নেন। শুনানি শেষে তিনি সাংবাদিকদের জানান, মামলার অভিযোগপত্র, মূল আসামীর ১৬৪ ধারায় জবানবন্দীসহ অন্যান্য নথির উপর ভিত্তি করে আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

আদালত সূত্রে জানা গেছে, মামলায় শিশুটির বোনের শ্বশুরকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯/২ ধারায় (ধর্ষণের ফলে মৃত্যুর অপরাধ), শিশুটির বোনের স্বামী ও ভাশুরকে দণ্ডবিধির ৫০৬ ধারার দ্বিতীয় অংশ (ভয়ভীতি প্রদর্শন) এবং বোনের শাশুড়ির বিরুদ্ধে দণ্ডবিধির ২০১ ধারায় (অপরাধের আলামত নষ্টের অভিযোগ) অভিযোগ গঠন করা হয়েছে।

শুনানি শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল প্রসিউকিউটর এডভাইজর আইনজীবী এহসানুল হক সমাজী সাংবাদিকদের বলেন, আসামীদের বিরুদ্ধে কোন ধারায় অভিযোগ গঠন করা হচ্ছে এটা তাঁদের পড়ে শোনান হয়। আসামীরা নিজেদের নির্দোষ দাবি করেন। এসময় বিচারক আসামীরা কোন আইনজীবী নিয়োগ করতে চাইলে কারাবিধি অনুযায়ী আবেদন করার জন্য আসামীদের বলেন’।

গত ১৩ এপ্রিল আদালতে এই মামলার অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা। ২০ এপ্রিল মামলার অভিযোগপত্র গ্রহণ করেন আদালত।

এর আগে একাই শিশুটিকে ধর্ষণ করেছেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন শিশুটির বোনের শ্বশুর। জবানবন্দিতে ওই ব্যক্তি জানান, ৬ মার্চ সকালে তাঁর ছোট ছেলের (বোনের স্বামী) কক্ষে শিশুটিকে একা পেয়ে ধর্ষণ ও হত্যাচেষ্টা চালান তিনি।

১ মার্চ মাগুরার শিশুটি নিজ বাড়ি থেকে বড় বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। ৬ মার্চ বেলা সাড়ে ১১টার দিকে অচেতন অবস্থায় শিশুটিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। ১৩ মার্চ দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশুটি।

এর আগে ৮ মার্চ মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও ধর্ষণের মাধ্যমে আহত করার অভিযোগে মামলা করেন শিশুটির মা। মামলায় শিশুটির বোনের স্বামী, শ্বশুর, শাশুড়ি ও ভাশুরকে আসামি করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )

You cannot copy content of this page