 
																
								
                                    
									
                                 
							
														মাগুরায় সেই শিশু ধর্ষণ ও হত্যা মামলার অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। আগামী ২৩ এপ্রিল বুধবার এই মামলার অভিজগপত্র গঠনের জন্য দিন ধার্য করা হয়েছে। রবিবার সকালে মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসানের আদালত অভিযোগপত্রটি আমলে নেয়।
মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি মনিরুল ইসলাম মুকুল সাংবাদিকদের জানান, আগামী বুধবার এই মামলার চার্জ গঠনের জন্য দিন ধার্য করেছেন আদালত। এরপর দ্রুততম সময়ে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে বিচার কার্য ত্বরান্বিত করা হবে।
গত ১৩ এপ্রিল রাতে ওই শিশু ধর্ষণ ও হত্যা মামলায় চার আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। অভিযোগপত্রে শিশুটির বোনের শ্বশুরকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯/২ ধারায় ধর্ষণের ফলে মৃত্যুর অপরাধে অভিযুক্ত করা হয়েছে। শিশুটির বোনের স্বামী ও ভাশুরকে ভয়ভীতি প্রদর্শন (দণ্ডবিধির ৫০৬ ধারা) এবং বোনের শাশুড়ির বিরুদ্ধে অপরাধের আলামত নষ্টের (দণ্ডবিধির ২০১ ধারা) অভিযোগ করা হয়েছে। অভিযোগপত্রে ধর্ষণের ঘটনাটি সকালে ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে।