1. dainikmagura@gmail.com : magura :
মাগুরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৯ | দৈনিক মাগুরা
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন

মাগুরায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার ৯

বিশেষ প্রতিবেদক
  • আপলোডের সময় : বুধবার, ৯ এপ্রিল, ২০২৫
  • ১৬২ জন দেখেছেন

মাগুরায় সেনাবাহিনীর অভিযানে   অস্ত্র, মাদক ও নগদ টাকাসহ নয়জন  গ্রেপ্তার করেছে ১৪ বীরের একটি দল। আজ (বুধবার) ভোররাতে মাগুরা সদর থানার পারলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
মাগুরা আর্মি ক্যাম্পের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, পারলা এলাকায় অস্ত্রসহ অবস্থান করছিল  ফরিদ হাসান খান ও তার সহযোগীরা। এই তথ্যের ভিত্তিতে লেফটেন্যান্ট কর্ণেল আনন্দ মোস্তফা মিশু, পিএসসি, অধিনায়ক, ১৪ বীরের সার্বিক তত্ত্বাবধানে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাগুরা সদর আর্মি ক্যাম্পের মেজর সাফিন আল সাইফ পলক এবং মোহাম্মদপুর আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন আর রাফিউল আহসানের নেতৃত্বে দুটি দল অংশ নেয়। এছাড়াও, লেঃ ফাহাদ আনোয়ার তকি ও লেঃ মোঃ শাহরিয়ার হোসেন হিমেল অভিযানে সক্রিয় ভূমিকা পালন করেন।
অভিযানে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন, দুটি ওয়ান শুটার গান, চার রাউন্ড ওয়ান শুটার গানের গুলি, একটি এয়ার গান, ২৬৪ রাউন্ড এয়ার গানের গুলি, সাত রাউন্ড .২২ এ্যামুনিশন, এক রাউন্ড পিস্তলের গুলি, দুটি চাইনিজ কুড়াল, ছয়টি চাপাতি, দুই বোতল মদ  নগদ ১ লক্ষ ৪৫ হাজার টাকা এবং ১১টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত নয়জন আসামির মধ্যে মূল হোতা মোঃ ফরিদ হাসান খান (৫৬) ছাড়াও রয়েছে মোঃ সোহেল রেজা (৩৮), মোঃ নূহুদারুল হুদা (৫৯), মোঃ ইলিয়াছ খান (৩৩), মোঃ আইনূল হোসেন (৪৪), মোঃ আব্দুল জলিল জুয়েল (৩৫), মোঃ শাহিন শেখ (২৮), সৈয়দ খায়রুল আলম শাওন (৪৮) এবং কাজী আরিফুল হক (৪৫)। তাদের সকলের বিস্তারিত পরিচয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আর্মি সূত্র থেকে জানা যায় ফরিদ হাসান খান দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্র প্রদর্শন করে চাঁদাবাজি, লুটপাট ও ভয়ভীতি প্রদর্শন করে আসছিল। এ ব্যাপারে বিভিন্ন মহল থেকে অভিযোগও পাওয়া যাচ্ছিল।
গ্রেপ্তারকৃত আসামিদের এবং জব্দকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মাগুরা সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )

You cannot copy content of this page