1. dainikmagura@gmail.com : magura :
মহম্মদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল | দৈনিক মাগুরা
রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন

মহম্মদপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল

দৈনিক মাগুরা ডটকম
  • আপলোডের সময় : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৩১ জন দেখেছেন

মাগুরার মহম্মদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে সংগঠনের একাংশের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। আজ শনিবার দুপুরে মিছিল নিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তাঁরা।

দলে নেতা-কর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১০১ সদস্য বিশিষ্ট মহম্মদপুর উপজেলা কমিটির অনুমোদন দেন সংগঠনটি জেলা কমিটির শীর্ষ দুই নেতা। ওই কমিটি প্রত্যাখ্যান করে তা বাতিলের দাবিতে আজ দুপুর সাড়ে ১২টার দিকে সংগঠনের একাংশের নেতা কর্মীরা মিছিল বের করেন। উপজেলা সদরের বিভিন্ন সড়ক ঘুরে মহম্মদপুর সরকারি আরএসকেএইচ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সেখানে বক্তব্য দেন ঘোষিত কমিটির ১ নম্বর যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মামুন, মুখপাত্র জান্নাতুল মাওয়া জিনিয়া, যুগ্ম সদস্যসচিব মো. লিমন মিয়া ও আরমান জুমাদ্দার।

বক্তারা দাবি করেন, কমিটির শীর্ষ পদে উপজেলার বাইরে অবস্থান করা ব্যক্তিদের জায়গা দেওয়া হয়েছে। এ ছাড়া গত ৮ মাসে সংগঠনে যাঁরা সক্রিয়ভাবে কাজ করেছেন, তাঁদের বঞ্চিত করে একাংশের পছন্দমতো ‘পকেট কমিটি’ দেওয়া হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে ওই কমিটি বাতিল না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

কমিটি বাতিল না করা হলে আরো বড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বক্তারা। ছবি: এস আর এ হান্নান

কমিটি নিয়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা কমিটির আহ্বায়ক সেলিম হোসেন বলেন, ‘ঘোষিত কমিটির কয়েকজন সদস্য মিলে এ মিছিলের আয়োজন করেছেন। এখানে যাচাই-বাছাই করে নিরপেক্ষতার সাথেই কমিটি গঠন করা হয়েছে। কিন্তু একশো এক সদস্যের কমিটি করতে গিয়ে সবাইকে খুশি করা সম্ভব না। এ বিষয়ে কারো কোন আপত্তি থাকলে তা দলীয় ফোরামে আলোচনা হবে’।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )

You cannot copy content of this page