1. dainikmagura@gmail.com : magura :
ফারাজ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে মাগুরায় ফ্রি মেডিকেল ক্যাম্প | দৈনিক মাগুরা
বুধবার, ০২ জুলাই ২০২৫, ০৫:১২ পূর্বাহ্ন

ফারাজ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে মাগুরায় ফ্রি মেডিকেল ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৪২ জন দেখেছেন
চিকিৎসকের পরামর্শের পাশপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

ট্রান্সকম গ্রুপের প্রয়াত চেয়ারম্যান লতিফুর রহমান ও তাঁর নাতি হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত ফারাজ আয়াজ হোসেনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাগুরায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সোমবার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ফারাজ হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে ও এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সহযোগিতায় এটি অনুষ্ঠিত হয়।

সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে এ কার্যক্রম। এতে গাইনী, শিশু, মেডিসিন ও অর্থোপেডিক—এই চারটি বিষয়ে তিনজন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় আড়াইশো রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ দেন। পাশাপাশি এসকেএফ ফার্মাসিটিক্যালসের সহায়তায় আগত রোগীদের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

আয়োজকদের পক্ষে এসকেএফ ফার্মাসিটিক্যালসের আঞ্চলিক বিক্রয় ব্যবস্থাপক (আরএসএম) দীপক কুমার দাস বলেন, ‘লতিফুর রহমান ও ফারাজ হোসেন শুধু ব্যবসা প্রতিষ্ঠান নয়, মানুষের কল্যাণে কাজ করার যে দর্শন রেখে গেছেন, তা বাস্তবায়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রামের সাধারণ মানুষ যাতে বিশেষজ্ঞ চিকিৎসাসেবা ও ওষুধ পায়, সেটিই আমাদের মূল লক্ষ্য। মাগুরাসহ দেশের ৩০টি জায়গায় এ  ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে’। 

সকাল ৯টা থেকে ২৫০ এর বেশি রোগী দেখেন চিকিৎসকেরা।

চিকিৎসাসেবা নিতে আসা নাকোল ইউনিয়নের বাসিন্দা মমতা খাতুন বলেন, ‘আমার গ্যাস্ট্রিক সমস্যা অনেকদিন ধরে। এখানে এসে চিকিৎসকের পরামর্শ আর ওষুধ পেয়েছি—একেবারে ফ্রি। খুব উপকার হয়েছে।’

স্থানীয় কলেজছাত্র রবিউল ইসলাম বলেন, ‘এই ধরনের ক্যাম্প আরো হওয়া দরকার। গ্রামের মানুষকে শহরে গিয়ে চিকিৎসা নিতে হয়। কিন্তু এখানে এত ভালো চিকিৎসক পেয়েছি কাছে বসেই।’

এ ধরনের কার্যক্রমকে এলাকার মানুষ সাধুবাদ জানিয়েছেন। আয়োজকেরা জানিয়েছেন, ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )