1. dainikmagura@gmail.com : magura :
পৌর আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান হিসাম আটক | দৈনিক মাগুরা
বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫৮ পূর্বাহ্ন

পৌর আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান হিসাম আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪৫ জন দেখেছেন
আশরাফুজ্জামান হিসাম

মাগুরা -১ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের ছোট ভাই ও মাগুরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান হিসামকে (৪৫) পুলিশ আটক করেছে। চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি দল আজ সোমবার ভোর পাঁচটার দিকে স্থানীয় রেলওয়ে স্টেশন থেকে তাঁকে আটক করে।

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরার আওয়ামী লীগ নেতা আশরাফুজ্জামান হিসাম দর্শনা জয়নগর চেকপোস্ট হয়ে ভারতে পালিয়ে যাবার উদ্দেশ্যে চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশনে অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় তালাবদ্ধ একটি ব্যাগসহ আশরাফুজ্জামান হিসামকে আটক করে সদর থানায় নিয়ে আসা হয়।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিরাজুল ইসলাম জানান, আশরাফুজ্জামান নামে ওই আওয়ামী নেতার আটকের খবর তাঁরা পেয়েছেন। তাঁকে আনতে পুলিশের একটি দল চুয়াডাঙ্গায় রওনা হয়েছে। তাঁর নামে মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় হওয়া অন্তত ৫টি মামলা রয়েছে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )