1. dainikmagura@gmail.com : magura :
তরুণদের চোখে মাগুরার জুলাই গণঅভ্যুত্থান: অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ | দৈনিক মাগুরা
বৃহস্পতিবার, ৩১ জুলাই ২০২৫, ০৮:০০ অপরাহ্ন

তরুণদের চোখে মাগুরার জুলাই গণঅভ্যুত্থান: অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৯৯ জন দেখেছেন
অনুসন্ধানী সাংবাদিকতার কর্মশালা

“তরুণদের চোখে মাগুরার জুলাই গণঅভ্যুত্থান” শীর্ষক একটি ব্যতিক্রমধর্মী অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ ও প্রতিবেদন প্রকাশনা কর্মসূচির আয়োজন করতে যাচ্ছে মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্ক (MJN) এবং দৈনিক মাগুরা। আগামী ১৯ জুলাই ২০২৫, শনিবার সকাল ১০টায়, মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাসিবুল হাসান।

এই প্রকল্পের আওতায় মাগুরা জেলার কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ২৫ জন শিক্ষার্থীকে অনুসন্ধানী সাংবাদিকতার হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা নিজের এলাকার প্রেক্ষাপটে জুলাই ২০২৪-এর গণঅভ্যুত্থান নিয়ে প্রতিবেদন প্রস্তুত করবেন। এসব প্রতিবেদন দৈনিক মাগুরায় প্রকাশিত হবে এবং নির্বাচিত ১০টি প্রতিবেদন নিয়ে প্রকাশিত হবে একটি বিশেষ ক্রোড়পত্র।

প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে এমজেএন এর সভাপতি রবিন শামস বলেন, উদ্যোগটির মাধ্যমে তরুণদের মধ্যে সাংবাদিকতা, তথ্য যাচাই, সাক্ষাৎকার গ্রহণ, ও নথিভিত্তিক লেখার দক্ষতা বৃদ্ধির পাশাপাশি স্থানীয় ইতিহাস চর্চার নতুন ধারা তৈরি হবে বলে আশা করছি। একই সঙ্গে, তরুণদের দৃষ্টিকোণ থেকে গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও সাহসিকতা বিষয়েও সচেতনতা গড়ে উঠবে।

প্রকল্পের উদ্যোক্তারা বলছেন, এটি শুধু একটি প্রশিক্ষণ নয়; বরং “প্রশিক্ষণ + অনুসন্ধান + প্রকাশনা” — এই তিন ধাপের মধ্য দিয়ে মাগুরার ইতিহাসকে তরুণদের কণ্ঠে নথিবদ্ধ করার একটি উদ্ভাবনী উদ্যোগ। প্রকল্পের সব প্রতিবেদন একটি ডিজিটাল ও প্রিন্ট আর্কাইভ আকারেও সংরক্ষিত থাকবে।

দৈনিক মাগুরার প্রকাশক ও সম্পাদক এম মাহবুবুল আকবর বলেন,  “তরুণদের হাতে কলম ধরিয়ে যদি সত্যের পেছনে ছোটা শেখানো যায়, সেটাই হবে গণতন্ত্র চর্চার বাস্তব শিক্ষা।”

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )