মুক্তি পেয়েছেন মাগুরার সেই মোঃ আয়ুব আলী। ২৬ দিন পর গত সোমবার পাবনা জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। পাবনা সুজানগর থানার একটি মামলায় একই নামে অন্য আসামীর জায়গায় গত ২৬ ফেব্রুয়ারি তাঁকে গ্রেপ্তার করেছিল র্যাব।
আয়ুব আলীর আইনজীবী মোঃ সাইদুল ইসলাম জানান, এক আসামীর জায়গায় অন্য আসামীকে গ্রেপ্তার করার বিষয়টি আদালতের নজরে আনা হয়। গত সোমবার পাবনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলার তদন্তকারী কর্মকর্তা ও বাদিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। সেখানে বাদি আদালতকে জানান, যে ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আসল আসামী নন। এরপর আদালত মোঃ আয়ুব আলী নামে ওই ব্যাক্তিকে দ্রুত মুক্তি দেওয়ার নির্দেশ দেন’। ওই আইনজীবী জানান, এই মামলাটি পুলিশের তিনজন তদন্ত কর্মকর্তা তদন্ত করেন। তবে কেউই মূল আসামীর বাবার নামে যে এজাহারে ভুল ছিল সেটা জাতীয় পরিচয় পত্রের মাধ্যমে যাচাই করে সংশোধন করেন নি। আসামীর বাবার নামে ভুল হওয়ার কারণেই একজন নির্দোষ ব্যাক্তিকে হয়রানীর শিকার হতে হয়েছে। আইনজীবী বলেন, এই ভুলের জন্য মামলার তদন্ত কর্মকর্তা আদালতের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন।
কারাগার থেকে মুক্তি পাওয়া মোঃ আয়ুব আলী বলেন, এমন যেন কারও সাথে না হয়। আমি গরীব মানুষ দিন আনি দিন খাই। এই হয়রানীর কারণে আমার অনেক ক্ষতি হয়ে গেছে। সমাজে মান সম্মান নষ্ট হইছে, আর্থিক ক্ষতি হইছে আর পরিবারের মানসিক অশান্তি তো আছেই। সরকারের কাছে আমার দাবি হচ্ছে আমার সাথে যা হইছে এমন যেন আর কারও সাথে না হয়। নিরাপরাধ কোন লোক যেন এমন হয়রানীর শিকার না হয়।