1. dainikmagura@gmail.com : magura :
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাগুরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত | দৈনিক মাগুরা
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১১:২৮ পূর্বাহ্ন

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাগুরায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৫৯৯ জন দেখেছেন

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাগুরায় গতকাল শনিবার দুপুরে জেলা মৎস্য অফিস মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা আনোয়ার কবিরের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা মৎস্য জরিপ কর্মকর্তা সঞ্চিতা রাণী কুন্ডু, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা শরীফ হাসান সোহাগ, সদর উপজেলা ফার্ম ম্যানেজার মনিরুজ্জামান, সহকারি মৎস্য কর্মকর্তা ওহিদুজ্জামান, সাংবাদিক সাইদুর রহমান, এম এ হাকিম, লিটন ঘোষ, মোখলেছুর রহমান, অলোক বোস, রাশেদ খান প্রমুখ।

‘বেশি বেশি মাছ চাষ করি বেকারত্ব দূর করি’ এই প্রতিপাদ্য নিয়ে ২৮ আগস্ট থেকে শুরু হয়ে জাতীয় মৎস্য সপ্তাহ চলবে ৩ সেপ্টেম্বর পর্যন্ত।

সভায় জানানো হয়, মাগুরা জেলায় মোট জলায়তন ২১ হাজার ৪১২.৬৪ হেক্টর, মাছের চাহিদা ২১ হাজার ১৭০ মেট্রিক টন, জেলায় মাছ উৎপাদন হয় ১৮ হাজার ৩৬৪.৬৪ টন। যেখানে ঘাটতি রয়েছে ২ হাজার ৮০৫.৩৬ মেট্রিক টন। এছাড়া জেলায় নিবন্ধিত মৎস্যজীবী রয়েছে ৬ হাজার ৮৬১ জন। মৎস্যচাষি রয়েছে ১১ হাজার ৭৯৯ জন। জেলায় হ্যাচারির রয়েছে ৩টি।

জেলায় অন্যান্য মাছ উৎপাদনের পাশাপাশি চিংড়ি উৎপাদন হয় ৪.২২ মেট্রিক টন। মাছের উৎপাদন বৃদ্ধিতে মৎস্যজীবীদের বিভিন্ন প্রশিক্ষণ দেয়ার পাশাপাশি উন্মুক্ত জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা, জেলার বিভিন্ন ইউনিয়নে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণসহ বিভিন্ন প্রকল্পে হাতে কাজ করছে জেলা মৎস্য অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )