1. dainikmagura@gmail.com : magura :
জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে | দৈনিক মাগুরা
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ১১:২২ পূর্বাহ্ন

জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে

নিজস্ব সংবাদদাতা
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৪৪০ জন দেখেছেন

আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর ৪ দিনব্যাপী সারাদেশে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) অনুষ্ঠিত হবে । এবার জেলায় ১ লক্ষ ২১ হাজার ২৯৩ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে ।

এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকালে জেলা সিভিল সার্জন সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে । সভায় জেলা সিভিল সার্জন শহীদুল্লাহ দেওয়ানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খান,সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা: আমিনুল ইসলাম শাওন,ডা: অন্তরা বিশ্বাস ও ডা: নাহিদা ইসলাম প্রমুখ ।

সভায় জানানো হয় , আগামী ১১ থেকে ১৪ ডিসেম্বর জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) অনুষ্ঠিত হবে । এ ক্যাম্পেইনে ১২-৫৯ মাস বয়সী শিশুকে লাল রঙের ক্যাপসুল ও ৬-১১ মাস বয়সী শিশুকে নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে । এবার জেলায় পৌরসভাসহ ৪ উপজেলায় ১ লক্ষ ২১ হাজার ২৯৩ জন শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো হবে । এ ক্যাম্পেইনে জেলায় ৯৩৯টি কেন্দ্রে ২১২ জন স্বাস্থ্যকর্মী ও ১ হাজার ৮৭৮ জন স্বেচ্ছাসেবক কাজ করবে ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )