মাগুরায় জাপান ফুটবল এ্যাসোসিয়েশন (জেএফএ) অনূর্ধ্ব ১৪ নারী ফুটবল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ২০২৫ এর উদ্বোধন হয়েছে। শনিবার (১৬ আগস্ট) দুপুরে জেলা স্টেডিয়ামে খুলনা বিভাগের ছয় জেলার মেয়েদের অংশগ্রহণে প্রাথমিক পর্বের এ লীগ শুরু হয়।
উদ্বোধনী দিনে দুটি খেলা অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে স্বাগতিক মাগুরা জেলা অনূর্ধ্ব ১৪ নারী দল দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে ৮-০ গোলে চুয়াডাঙ্গাকে হারায়। অপর ম্যাচে খুলনা জেলা ৬-১ গোলে সাতক্ষীরাকে পরাজিত করে। এ ভেন্যুর দুটি গ্রুপে খুলনা, ঝিনাইদহ, সাতক্ষীরা, নড়াইল, মাগুরা ও চুয়াডাঙ্গা জেলার অনূর্ধ্ব ১৪ নারী দল প্রতিদ্বন্দ্বিতা করছে।
উদ্বোধন করেন অতিথিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। তিনি বলেন, “নারী ফুটবল এখন বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে তুলে ধরছে। এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে নতুন প্রতিভা তৈরি হবে। নারী খেলোয়াড়দের এগিয়ে নিতে জেলা প্রশাসন সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে।”
বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মিনা মাহামুদা। সভাপতিত্ব করেন জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ শরিফ আজিজুর হাসান । প্রতিযোগিতাটি আয়োজন করেছে জেলা ফুটবল এ্যাসোসিয়েশন এবং সার্বিক সহযোগিতা করেছে জাপান ফুটবল এ্যাসোসিয়েশন।