তারুণ্যের উৎসব উপলক্ষে “বাংলাদেশের জাতীয় খেলা কাবাডির বিকাশে — মাগুরার মাঠে নতুন উচ্ছ্বাস” এই শ্লোগানে নোমানী অনুষ্ঠিত হচ্ছে ‘মাগুরা প্রথম বিভাগ কাবাডি লিগ ২০২৫’। কাবাডির বিকাশ ও জনপ্রিয়তা বৃদ্ধির লক্ষ্যে প্রথমবারের মতো এ আয়োজন করেছে মাগুরা জেলা ক্রীড়া সংস্থা।
গতকাল মঙ্গলবার (২৮ অক্টোবর) নিজেদের প্রথম খেলায় জয় পেয়েছে মাগুরা রিপোর্টার্স ইউনিটি ও চৌরঙ্গী ক্লাব। দুপুর ৩টায় প্রথম খেলায় মাগুরা রিপোর্টার্স ইউনিটি ৪৭–৩৯ পয়েন্টে ভায়না কাবাডি ক্লাবকে পরাজিত করে।
বিকেল ৪টায় দ্বিতীয় খেলায় চৌরঙ্গী ক্লাব ৪৭ পয়েন্ট অর্জন করে, যেখানে বন্ধুসুলভ আঠারোখাদা করে ২৫ পয়েন্ট।

দিনের প্রথম ম্যাচে মুখোমুখি মাগুরা রিপোর্টার্স ইউনিটি ও ভায়না কাবাডি ক্লাব।
এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন প্রখ্যাত চিকিৎসক ও সমাজসেবক ডা. সিমিন মজিদ আখতার (অঞ্জু)।
তিনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মেজর জেনারেল (অব.) এম. মজিদ-উল হক-এর সুযোগ্য কন্যা।
ডা. সিমিন মজিদ আখতার সার্ক উইমেন্স অ্যাসোসিয়েশনের সাবেক প্রেসিডেন্ট, রেডক্রস থাইল্যান্ড ডিপ্লোমেটিক কমিটির সাবেক প্রেসিডেন্ট, জোন্টা ইন্টারন্যাশনাল বৃহত্তর ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট, গুলশান লেডিস ক্লাবের সদস্য এবং বর্তমানে প্রাভা হেলথকেয়ারের চীফ মেডিক্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন।
মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বি. এম. সাজিন ইসরাত বলেন, “তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আমরা মাগুরার মাঠে কাবাডি খেলাকে নতুন করে জাগিয়ে তুলতে চেয়েছি। কাবাডি শুধু একটি খেলা নয়, এটি বাংলাদেশের ঐতিহ্য ও তরুণদের শক্তির প্রতীক।”
আজ (২৯ অক্টোবর) বিকেল ৩টায় এবং ৪টায় অনুষ্ঠিত হবে আরও দুটি গ্রুপ পর্বের খেলা। প্রথম খেলায় মুখোমুখি হবে খান স্পোর্টস ও মহম্মদপুর স্বপ্নচোখ। ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে নোমানী ময়দানে, যেখানে দর্শকদের উপস্থিতিতে প্রতিদিন উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হচ্ছে।