1. dainikmagura@gmail.com : magura :
ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ এ্যালামনাই এ্যাসোসিয়েশনে আহবায়ক আসিফ হাসান | দৈনিক মাগুরা
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫, ০৯:২২ অপরাহ্ন

ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ এ্যালামনাই এ্যাসোসিয়েশনে আহবায়ক আসিফ হাসান

দৈনিক মাগুরা ডটকম
  • আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৩ জন দেখেছেন
আসিফ হাসান শাকিল

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড ভালনারেবিলিটি স্টাডিজ (IDMVS) এ্যালামনাই এ্যাসোসিয়েশনে আহবায়ক নির্বাচিত হয়েছেন আসিফ হাসান শাকিল। তিনি মাগুরা শহরের ভায়না চোপদারপাড়ার বাসিন্দা এবং আলী আহসান ফারুকের কনিষ্ঠ পুত্র।

মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়ে পড়ার সময় থেকে তিনি সক্রিয়ভাবে স্কাউট আন্দোলনের নেতৃত্ব দেন। পরবর্তীতে ঢাকাস্থ মাগুরা সদর উপজেলা সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন।

করোনা মহামারির সংকটময় সময়ে তিনি “করোনা যোদ্ধা” নামে ফেসবুক গ্রুপ গঠন করে মানুষের পাশে দাঁড়ান, যা সমাজে ব্যাপক সাড়া ফেলে। একই সময়ে তিনি বাংলাদেশের বৃহত্তর পরিবেশবাদী যুব সংগঠন “গ্রীন ভয়েস” মাগুরা জেলা ও সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ শাখা প্রতিষ্ঠা করেন এবং মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদানের জন্য জেলা প্রশাসকের নিকট থেকে সম্মাননা লাভ করেন।

এরপর তিনি মাগুরা জেলায় ব্যতিক্রমধর্মী সামাজিক সংগঠন চৌরঙ্গী ক্লাব প্রতিষ্ঠা করেন এবং আহবায়ক ও সাধারণ সম্পাদক হিসেবে সফলতার সঙ্গে তিন বছর দায়িত্ব পালন করেন। তাঁর নেতৃত্বে ক্লাবটি জেলার ক্রীড়া, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে অনন্য অবদান রেখে চলেছে।

বর্তমানে আসিফ হাসান খুলনা সিটি কর্পোরেশনের Climate Change Adaptive Urban Development Program (CCAUD) Phase–2–এর ন্যাশনাল কনসালটেন্ট এবং Pathways Consulting Services Ltd.–এর ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

উল্লেখ্য, গত ১৭ বছরে তিনি বাংলাদেশের উন্নয়ন খাতে প্রায় ৮০টি প্রকল্পে কাজ করেছেন। তাঁর কর্মজীবনের গুরুত্বপূর্ণ অংশ জুড়ে রয়েছে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি, পরিকল্পনা মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে কনসালটেন্ট হিসেবে কাজ করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )