আয়করের অস্বাভাবিক হারে বৃদ্ধির প্রতিবাদে মাগুরায় এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় শহরের ভায়না মোড়ে এ কর্মসূচি পালিত হয়।
মাগুরা জেলা ট্রাক, মিনিট্রাক, পিকআপ, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান মালিক সমিতি এ আয়োজন করে।
সমাবেশে বক্তারা বলেন, আয়করের হঠাৎ অস্বাভাবিক বৃদ্ধি সড়ক পরিবহন খাতের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের ওপর গুরুতর প্রভাব ফেলছে। এ ধরনের সিদ্ধান্ত পরিবহন মালিক ও শ্রমিকদের আর্থিকভাবে চাপে ফেলছে এবং পেশাগত টিকে থাকা কঠিন করে তুলছে।
সমাবেশেমাগুরা জেলা ট্রাক, মিনিট্রাক, পিকআপ, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান মালিক সমিতি সভাপতি মোহাম্মদ কাজল মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল আনোয়ার এবং সাংগঠনিক দায়িত্বে থাকা দেলোয়ার হোসেন মন্টু বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে জেলা প্রশাসকের বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে আয়করের যৌক্তিক হার পুনর্বিবেচনা ও পরিবহন খাতের সঙ্গে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে টেকসই সমাধান খুঁজে বের করার আহ্বান জানানো হয়।
সমিতির নেতৃবৃন্দ জানান, দাবি পূরণ না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।