মাগুরায় গত আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে করা মামলায় দুই চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া দুজন হচ্ছেন, মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের চেয়ারম্যান শিকদার মিজানুর রহমান ও নহাটা ইউনিয়নের চেয়ারম্যান তৈয়েবুর রহমান তুরাপ । মঙ্গলবার সকাল ৯টা ও দশটার দিকে সদর থানা পুলিশ শহরের ঢাকা রোড এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে বলে জানান হয়েছে।
সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ৯টা ১৫ মিনিটের দিকে শিকদার মিজানুর রহমান নামে ওই ব্যাক্তিকে ঢাকা রোড এলাকা থেকে আটক করা হয়। তাঁকে ৪ আগস্ট শহরের ঢাকা রোড এলাকায় হামলার অভিযোগে শ্রীরামপুর গ্রামের কামরুজ্জামান জুয়েলের বিস্ফোরক আইনে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
অন্যদিকে গত ৫ আগস্টে শহরের পিটিআই স্কুলের সামনে মহাসড়কে মিছিলে বোমা হামলা ও মারপিটের অভিযোগে সদর উপজেলার পাটকেলবাড়িয়া মোঃ শাকিল মোল্লা নামে এক ব্যাক্তি ১০৪ জন আসামীর নাম উল্লেখ করে মামলা করেন। এই মামলায় নহাটা ইউনিয়নের চেয়ারম্যান তৈয়েবুর রহমান তুরাপকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সদর থানার ওসি মোঃ আইয়ুব আলী জানান, সকালে ঢাকা রোড এলাকা থেকে ওই দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের আগস্টের ঘটনায় হওয়া দুটি মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।