দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে মাগুরার ক্রিকেটপ্রেমীদের জন্য আনন্দের খবর—আগামী ১৪ নভেম্বর মাঠে গড়াচ্ছে ‘জুলাই শহীদ স্মৃতি মাগুরা প্রথম বিভাগ ক্রিকেট লিগ ২০২৫’। তারুণ্যের উৎসব ২০২৫ ও জুলাই শহীদদের স্মরণে এ আয়োজন করছে জেলা ক্রীড়া সংস্থা। এবারের লিগে অংশ নিচ্ছে জেলার ১৬টি ক্রিকেট ক্লাব।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব ও মাগুরার গর্বিত সন্তান শফিকুল আলম। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহবায়ক মোঃ অহিদুল ইসলাম।
জেলা ক্রীড়া সংস্থা সূত্রে জানা গেছে, সর্বশেষ ২০২২ সালে দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ অনুষ্ঠিত হয়েছিল মাগুরায়। এরপর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠনের পর থেকেই প্রথম বিভাগ লিগ আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়। তবে আবহাওয়া ও মাঠের উপযোগিতা না থাকায় পূর্বনির্ধারিত লিগ মাঠে গড়াতে পারেনি।
এবারের লিগে প্রতিটি ম্যাচ হবে ৫০ ওভারের। আয়োজকরা জানিয়েছেন, অংশগ্রহণকারী দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে।
গ্রুপ অনুযায়ী দলসমূহঃ
ক গ্রুপ:
১. মিলন স্মৃতি সংসদ
২. সূর্যমুখি একাদশ
৩. কোটন স্কোয়াড ক্রিকেট একাডেমী
৪. দিদার স্মৃতি সংঘ
খ গ্রুপ:
১. শ্রীপুর রাইজিং স্টার ক্লাব
২. সুমন স্মৃতি সংঘ
৩. ইয়থ ক্লাব
৪. হক স্পোর্টিং ক্লাব
গ গ্রুপ:
১. আর এন স্পোর্টস চ্যালেঞ্জার
২. ভায়না ক্রিকেট একাডেমী
৩. মঈন উদ্দিন স্মৃতি সংসদ
৪. এরিনা স্মৃতি সংঘ
ঘ গ্রুপ:
১. তানিয়া স্মৃতি সংসদ
২. চৌরঙ্গী ক্লাব
৩. মোহামেডান স্পোর্টিং ক্লাব
৪. মাগুরা স্পোর্টস একাডেমী
লিগ পরিচালনার জন্য ইতিমধ্যে সাব কমিটি গঠন করা হয়েছে। লিগ পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব বি এম সাজিন ইসরাত। মাগুরার ক্রিকেট সংগঠকরা বলছেন, এই লিগ শুধু খেলোয়াড়দের প্রতিযোগিতার সুযোগই তৈরি করবে না, বরং দীর্ঘদিন পর স্থানীয় ক্রিকেটে নতুন প্রাণ সঞ্চার করবে।