 
																
								
                                    
									
                                 
							
														মাগুরার শ্রীপুর উপজেলার কাজলী বাজারে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে এক বিসিআইসি ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় একই বাজারে নানা অনিয়মের অভিযোগে এক ওষুধের দোকান মালিককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে শ্রীপুর উপজেলার কাজলী বাজারে সব্দালপুর ইউনিয়নের ডিলার মেসার্স রহমান ট্রেডার্স নামে ওই প্রতিষ্ঠানে অভিযান চালান হয়। ওই ডিলার ৫০ কেজি ওজনের টিএসপি সারের বস্তা ১৩৫০ টাকার জায়গায় বিক্রি করছিলেন ২১৯০ টাকায়। সেখানে ৫০ কেজির প্রতি বস্তা ডিএপি ১০৫০ টাকার জায়গায় ১২৫০ টাকায় বিক্রির প্রমাণ পেয়েছে কর্মকর্তারা। এছাড়া সারের ক্রয় বিক্রয়ের ভাউচার যথাযথভাবে প্রদান ও সংরক্ষণ না করার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক মুন্সি মোঃ মুশফিকুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একই সময় কাজলী বাজারে মেসার্স বাবু ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ র্যাকে সংরক্ষণ করে বিক্রয় ও বিক্রয় নিষিদ্ধ ফিজিশিয়ান স্যাম্পল ঔষধ বিক্রয় এবং ফার্মেসিতে ভুয়া ডাক্তার বসিয়ে চিকিৎসা সেবা দিয়ে রোগীদের সাথে প্রতারণা করার অপরাধে মালিক মো: রবিউল ইসলাম বাবুকে ৪৫ ও ৫১ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সবাইকে ভবিষ্যতে এধরণের আইন অমান্যকারী কার্যকলাপ না করার ব্যাপারে সতর্ক করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমন অধিকারী ও মাগুরা জেলা পুলিশের একটি টিম।