1. dainikmagura@gmail.com : magura :
শ্রীপুরে বাড়ির সবাইকে অচেতন করে নগদ টাকা ও সোনা গহনা লুট | দৈনিক মাগুরা
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫, ০৩:৩১ অপরাহ্ন

শ্রীপুরে বাড়ির সবাইকে অচেতন করে নগদ টাকা ও সোনা গহনা লুট

দৈনিক মাগুরা ডটকম
  • আপলোডের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২০৩ জন দেখেছেন
ঘরের বিভিন্ন জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে

মাগুরার শ্রীপুর উপজেলায় একটি বাড়িতে রাতের আঁধারে পরিবারের সকল সদস্যকে অচেতন করে নগদ টাকা ও সোনাসহ বাড়ির মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৭ মে) রাতে শ্রীপুর উপজেলার হরিন্দি গ্রামের বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ শ্রীপুর উপজেলা শাখার সাবেক সভাপতি রায় হিমাংশু শিখর রায়ের গ্রামের বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার সকাল সাড়ে ৮টার দিকে প্রতিবেশীরা দেখতে এক ঘরে হিমাংশু শিখর এবং অন্য ঘরে তার ভাই কিশোর কুমার রায় মধু ও মধুর স্ত্রী চন্দনা রায় অচেতন হয়ে পড়ে আছেন। প্রত্যেকটি ঘর লন্ডভন্ড অবস্থায় ছিল। দুর্বৃত্তরা টাকা-পয়সা, স্বর্ণালংকারসহ বাড়ির মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। বর্তমানে অচেতন তিনজনকে মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কিশোর কুমার রায়ের ছোট মেয়ে অন্যনা রায় জানান, আমরা খবর পেয়ে বাবার বাড়ি গিয়ে দেখি আমার বাবা-মা ও জেঠু তিনজনই অচেতন। আমরা দ্রুত তাদের মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করি। এ তিন জনের মধ্যে আমার বাবা কিশোর কুমার রায় বেশি অসুস্থ। তবে তিনজনেরই জ্ঞান ফিরেছে কিন্তু কথা বলার অবস্থায় নেই।

শ্রীপুর থানার ওসি ইদ্রিস আলী বলেন, খবর শোনা মাত্রই সেখানে পুলিশ পাঠিয়েছিলাম। বাড়ির সকল সদস্য অচেতন থাকার কারণে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তদন্ত করে দোষীদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )