1. dainikmagura@gmail.com : magura :
মুহম্মদপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল, শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তি বিরতণ | দৈনিক মাগুরা
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ০৯:৫৫ পূর্বাহ্ন

মুহম্মদপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল, শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তি বিরতণ

নিজস্ব সংবাদদাতা
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১
  • ৪৭২ Time View

মাগুরার মহম্মদপুর উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল, শিক্ষা উপকরণ ও শিক্ষাবৃত্তি বিরতণ করা হয়েছে।

মাগুরা-২ আসনের সংসদ সদস্য ড. শ্রী বীরেন শিকদার এমপি উপস্থিত থেকে এসব উপকরণ ও শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করেন।

২৪ জুন বৃহস্পতিবার, দুপুরে এ উপলক্ষে মহম্মদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আবদুল্লাহেল কাফী, ভাইস চেয়ারম্যান বেবি নাজনীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. আব্দুল মান্নান, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাই মিয়া প্রমূখ।

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে বিশেষ এলাকায় বসবাসরত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভ’ক্ত শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নের জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় ৪৯ জন শিক্ষার্থীদের মাঝে ১ লক্ষ টাকার শিক্ষা বৃত্তি, ৫৬ জন শিক্ষার্থীদের মাঝে ১ লক্ষ টাকার শিক্ষা উপকরণ এবং ১৩ জন ছাত্রীকে বাই-সাইকেল দেওয়া হয়।

তাছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভূক্ত বসবাসরত ১০টি পরিবারকে গৃহনির্মাণ করে দেওয়া হবে। যার নির্মাণ কাজ চলমান রয়েছে। প্রতিটি ঘরের নির্মান বরাদ্দ ১ লক্ষ ৭১ হাজার টাকা ধরা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )