1. dainikmagura@gmail.com : magura :
মাদক আইনে সাজাপ্রাপ্তর পরিবারের জন্য খাদ্য পাঠাল প্রবাসী সংগঠন | দৈনিক মাগুরা
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১০:৫০ পূর্বাহ্ন

মাদক আইনে সাজাপ্রাপ্তর পরিবারের জন্য খাদ্য পাঠাল প্রবাসী সংগঠন

মাগুরা মহম্মপুর সংবাদদাতা
  • Update Time : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ৪৩৫ Time View

ভ্রাম্যমান আদালতে মাদক আইনে সাজাপ্রাপ্ত মাগুরার মহম্মদপুরের এক যুবকের বাড়িতে এক মাসের খাদ্যসামাগ্রী এবং নগদ অর্থ পৌছে দিয়েছে মহম্মদপুর প্রবাসী অনলাইন সংগঠন নামে একটি সামাজিক সংগঠন। মঙ্গলবার বিকালে এসব খাদ্যসামগ্রী এবং নগদ অর্থ পৌছে দেওয়া হয়।

দন্ডপ্রাপ্ত ওই যুবকের নাম নায়েব খাঁন (২০)। সে উপজেলা সদরের ছবেত খানের ছেলে।

জানা যায়, গত সোমবার মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরাসহ উপজেলা ভূমি অফিসের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হরেকৃষ্ণ অধিকারী ওই যুবকের বাড়িতে অভিযান চালায়। সেখানে তারা নায়েব খাঁনের কাছে মাদকদ্রব্য পায়। পরে তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০টাকা জরিমানা করেন।

নায়েব খাঁনের স্ত্রী সাবিনা বেগম জানান, ভাড়ায় মোটরসাইকেল চালায়ে সংসার চালাত তার স্বামী। সে হাজতে থাকায় খাবার কিনতে পারছিল না সাবিনা বেগম। পরে সংগঠনের সদস্য সেলিম রেজাকে জানালে সে একমাসের খাদ্যসামগ্রী এবং নগদ টাকা পাঠিয়ে দেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )