1. dainikmagura@gmail.com : magura :
মাগুরা জেলা আওয়ামী লীগের নেতা ঢাকায় গ্রেপ্তার | দৈনিক মাগুরা
রবিবার, ১৫ জুন ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

মাগুরা জেলা আওয়ামী লীগের নেতা ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপলোডের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ২৭৩ জন দেখেছেন
ছবিঃ ভিডিও থেকে নেওয়া।

মাগুরা জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রাহুল মিত্রকে গ্রেপ্তার করেছে মিরপুর মডেল থানা পুলিশ। রবিবার রাত সাড়ে ১০টার দিকে মিরপুরের সেনপাড়া পর্বতা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

মিরপুর মডেল থানার ওসি মোঃ সাজ্জাদ রুমন সোমবার সকালে জানান, রাহুল মিত্র নামে ওই ব্যাক্তিকে জুলাই আগস্টের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠান হয়েছে। তিনি আন্দোলন চলার সময় এই এলাকায় ছিলেন বলে অভিযোগ রয়েছে। তাঁকে মামলার সন্দেহভাজন আসামী হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

সবশেষ ২০২২ সালে গঠিত মাগুরা জেলা আওয়ামী লীগের কমিটিতে স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছিলেন দন্ত চিকিৎসক রাহুল মিত্র। তিনি মাগুরা শহরের আতর আলী সড়কের বাসিন্দা এ্যাডভোকেট রতন কুমার মিত্রর ছেলে। ডাঃ রাহুল মিত্র মাগুরা নিউজ ডটকম অনলাইন গণমাধ্যমের প্রতিষ্ঠাতা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )