1. dainikmagura@gmail.com : magura :
মাগুরায় ১৫ ইউপিতে নৌকার জয় ৯টিতে স্বতন্ত্র প্রার্থী ৬টিতে বিজয়ী | দৈনিক মাগুরা
শনিবার, ০১ এপ্রিল ২০২৩, ১১:০৯ পূর্বাহ্ন

মাগুরায় ১৫ ইউপিতে নৌকার জয় ৯টিতে স্বতন্ত্র প্রার্থী ৬টিতে বিজয়ী

নিজস্ব সংবাদদাতা
  • Update Time : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ৪৯১ Time View

গত ২৮ নভেম্বর মাগুরা দুটি উপজেলা শালিখা ও মহম্মাদপুরের মিলে মোট ১৫টি ইউনিয়নের মধ্য নির্বাচন অনুষ্টিত হয়। অনুষ্টিত এ নির্বাচনে আওয়ামীলীগ মোট ৯টি আসনে বিজয়ী হয় এবং স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন ৬টি আসনে।

সকাল ৮টা থেকে ভোট গ্রহন অনুষ্টিত হয়ে চলে বিকাল ৪টা পযন্ত। তৃতীয় ধাপের এ নির্বাবনে দেশের অনেক স্থানে স্বহিংসতার ঘটনা ঘটলেও মাগুরা ছিলো এর ব্যতিক্রম। সকলেই শান্তিপূর্ণ ভাবে তাদের ভোটার অধিকার প্রয়োগ করেন তাদের পছন্দের প্রার্থীকে।

মাগুরা জেলার শালিখা উপজেলার ৭টি ইউনিয়নে নির্বাচন অনুষ্টিত হয়। এতে আওয়ামীলীগ নৌকা প্রতিকে ৫টি জয়লাভ করেন এবং স্বতন্ত্র ২ জন প্রার্থী নির্বাচিত হয়েছেন । তারা হলেন, ১ নং ধনেশ্বরগাতী ইউনিয়নে শ্রী বিমলেন্দু শিকদার নৌকা প্রতিক নিয়ে, ২ নং তালখড়ি ইউনিয়ানে মোঃ সিরাজ উদ্দিন মন্ডল নৌকা প্রতিক নিয়ে, ৩নং আড়পাড়া ইউনিয়নে মোঃ আরোজ আলী বিশ্বাস- স্বতন্ত্র প্রার্থী চশমা প্রতিক নিয়ে, ৪ নং শতখালী ইউনিয়নে, মোঃ আনোয়ার হোসেন ঝন্টু নৌকা প্রতিক নিয়ে, ৫ নং শালিখা ইউনিয়নে, মোঃ হোসাইন শিকদার স্বতন্ত্র প্রার্থী (বিএনপি,) আনারস প্রতিক নিয়ে, ৬নং বুনাগাতী ইউনিয়নে, মোঃ বক্তিয়ার উদ্দীন লস্কার নৌকা প্রতিক নিয়ে এবং ৭ নং গঙ্গারামপুর ইউনিয়নে, মোঃ আব্দুল আলিম মোল্লা নৌকা প্রতিক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

অন্যদিকে, মহম্মদপুর উপজেলার মোট ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামীলীগের ৪ জন ও ৪ জন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তারা হলেন, বিনোদপুর ইউনিয়নে, শিকদার মিজানুর রহমান নৌকা, বালিদিয়া ইউনিয়নে, মফিজুর রহমান নৌকা, দীঘা ইউনিয়নে মোঃ খোকন মিয়া নৌকা, বাবুখালী ইউনিয়নে মীর সাজ্জাদ আলী নৌকা, মহম্মদপুর ইউনিয়নে উজ্জ্বল আক্তার কাফুর টেবিলফ্যান, রাজাপুর ইউনিয়নে শাকিরুল ইসলাম শাকিল ঘোড়া, পলাশবাড়ীয়া ইউনিয়নে সিকান্দার আলী ঘোড়া ও নহাটা ইউনিয়নে, তৈয়েবুর রহমান তুরাফ ঘোড়া প্রতিক নিয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২১-২২ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক মাগুরা.কম
Theme Designed BY Kh Raad ( Frilix Group )